ইরানের শক্তিশালী সেনা ও সশস্ত্র বাহিনী ইসলামী প্রজাতন্ত্রের আঞ্চলিক গর্ব: পেজেশকিয়ন
https://parstoday.ir/bn/news/iran-i148644-ইরানের_শক্তিশালী_সেনা_ও_সশস্ত্র_বাহিনী_ইসলামী_প্রজাতন্ত্রের_আঞ্চলিক_গর্ব_পেজেশকিয়ন
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী ও সদা প্রস্তুত সেনাবাহিনীর অস্তিত্ব ইরানকে এ অঞ্চলে শক্তিমত্তার সাথে সুসম্পর্ক, শান্তি এবং সংহতি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২৫ ১৬:০৬ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়নের ব্কব্য
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়নের ব্কব্য

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী ও সদা প্রস্তুত সেনাবাহিনীর অস্তিত্ব ইরানকে এ অঞ্চলে শক্তিমত্তার সাথে সুসম্পর্ক, শান্তি এবং সংহতি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছে।

পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গতকাল (শুক্রবার) ১৯ এপ্রিল, ১৪০৪, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেন: একটি শক্তিশালী এবং প্রস্তুত সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমে সমাজের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উপস্থিতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক মর্যাদার উন্নয়ন করা সম্ভব করে তোলে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সেনাবাহিনীর ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে পেজেশকিয়ান আরও বলেন: এই প্রিয়জনদের উপস্থিতির মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র এ অঞ্চলে একটি অবিসংবাদিত শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ইরান দৃঢ়ভাবে এবং শক্তিশালী অবস্থানে থেকে আলোচনা, আঞ্চলিক শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় তার অবস্থান প্রয়োগ করতে পারে।

 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সামরিক অগ্রগতিকে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর সংগ্রাম এবং স্বনির্ভরতার ফল বলে মনে করেন। তিনি বলেন: আজ, ইসলামী ইরান স্থলে, আকাশে, সমুদ্রে এবং ড্রোন ও আধুনিক অস্ত্রের ক্ষেত্রে এমন এক শক্তির স্তরে পৌঁছেছে যা শত্রুদের কল্পনারও বাইরে।

পেজেশকিয়ান আরও বলেন: সেনাবাহিনী হল সরকার ও জাতির শক্তিশালী দুর্গ, সামাজিক সম্মান ও মর্যাদার উৎস, দেশের শোভা এবং জাতি ও রাষ্ট্রের বন্ধু ও সেবক।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।