ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশ থেকে সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার আটক
(last modified Sun, 07 Apr 2024 03:51:59 GMT )
এপ্রিল ০৭, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যারেড করছেন (ফাইল ফটো)
    ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যারেড করছেন (ফাইল ফটো)

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশ থেকে একটি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারকে আটক করা হয়েছে।  

প্রাদেশিক পুলিশ প্রধান দুস্তালি জালিলিয়ান এ খবর জানিয়ে বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আনসার আল-ফুরকানের এই নেতাকে প্রদেশের রাজধানী শহর জাহেদান থেকে আটক করা হয়েছে। তবে আটক জঙ্গি নেতার নাম বা পরিচয় জানাননি জালিলিয়ান।

এমন সময় এই জঙ্গি নেতাকে আটক করা হলো যখন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশে গত তিন দিনে একটি জঙ্গি গোষ্ঠীর দু’টি হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর ‌অন্তত ১৩ সদস্য শহীদ হয়েছেন।

এর আগে ২০১৭ সালের জুন মাসে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কাসরে কান্দ এলাকায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে আনসার আল-ফুরকান গোষ্ঠীর তৎকালীন রিংলিডার জলিল কাম্বারজেহি নিহত হয়েছিল।

তারও আগে ২০১৫ সালের এপ্রিল মাসে প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বাফতান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর এক সফল অভিযানে কাম্বারজেহির পূর্বসূরি হিশাম আজিজি নিহত হয়েছিল।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানানো হয়। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ