পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i136870-পাকিস্তান_ও_শ্রীলঙ্কা_সফরে_যাচ্ছেন_ইরানের_প্রেসিডেন্ট_ইব্রাহিম_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ থেকে তিনদিনব্যাপী পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর শুরু করছেন। আজ (সোমবার) একটি উচ্চ-পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২২, ২০২৪ ০৯:১৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ থেকে তিনদিনব্যাপী পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর শুরু করছেন। আজ (সোমবার) একটি উচ্চ-পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

পাকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রায়িসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর দুই সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রেসিডেন্ট রায়িসি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন। তিনি পাকিস্তানের বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট রায়িসির সফরের সময় দু’দেশের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচিসহ পাকিস্তানের বড় শহরগুলো পরিদর্শন করবেন।

পাকিস্তান সফর শেষে বুধবার রায়িসি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে একদিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছাবেন। সফরে রনিল বিক্রমাসিংহে ইরানের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে দু’টি বাঁধ ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন। প্রায় ৫৩ কোটি ডলারের প্রকল্পটি ইরানি বিশেষজ্ঞরা নির্মাণ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।