এপ্রিল ২২, ২০২৪ ১৯:০৭ Asia/Dhaka
  • এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌকা বাইচে ইরানি নারীদের সাফল্য
    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌকা বাইচে ইরানি নারীদের সাফল্য

এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ (শান্ত জল) এবং এশিয়া-প্যাসিফিক রোয়িং চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে কয়েকটি পদক অর্জনের পর প্যারিস অলিম্পিক নিশ্চিত করেছেন পাঁচ ইরানি প্রতিযোগী। এই দু'টি প্রতিযোগিতা যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক রোয়িং চ্যাম্পিয়নশিপে দুই জন আরোহীর (দলগত) রোয়িং প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন ইরানের দুই নারী । এর মধ্যদিয়ে তারা ২০২৪ এর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের টিকিট পেয়েছেন।

মাহসা জাভার এবং জয়নাব নওরোজি

 

এর আগে ইরানের আরেক মহিলা প্রতিযোগী ফাতেমা মুজাল্লাল জাপানে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। তারও আসন্ন অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত হয়েছে।

ফাতেমা মুজাল্লাল

 

জাপানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের একজন আরোহীর (একক) 'কায়েক' নৌকা ইভেন্টে এক হাজার মিটারের প্রতিযোগিতায় ইরানের মোহাম্মাদ নাবি রেজায়ি চার মিনিট ১০.৯৮০ সেকেন্ডে নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিয়ে প্রথম হয়েছেন। এর ফলে স্বর্ণপদক জয়ের পাশাপাশি তিনি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেন।

আরেক ইরানি প্রতিযোগী আলী অগা মির্জায়ি জাপানে এশিয়া প্যাসিফিক রোয়িং প্রতিযোগিতার ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে তিনিও প্যারিস অলিম্পিক ২০২৪ এর যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যদিয়ে আসন্ন অলিম্পিকের রোয়িং প্রতিযোগিতার চার বিভাগে ইরানের পাঁচ প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ