ইসরাইলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i137344-ইসরাইলি_গণহত্যার_প্রধান_সমর্থক_আমেরিকা_ও_ব্রিটেন_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের সমস্ত অপরাধ এবং গণহত্যার প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনকে অভিযুক্ত করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৬, ২০২৪ ১১:১২ Asia/Dhaka
  • ইসরাইলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের সমস্ত অপরাধ এবং গণহত্যার প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনকে অভিযুক্ত করেছে।

গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই অভিযোগ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সাত মাস ধরে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার মূলে রয়েছে ব্রিটেন এবং আমেরিকার নির্লজ্জ সমর্থন। তারাই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। 

ইরানি মুখপাত্র বলেন, ইসরাইলের প্রতি সমর্থন দেয়ার পাশাপাশি আমেরিকা এবং ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। কিন্তু এসব ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটি ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে সৃষ্ট জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না। 

গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতিবাদে ব্যাপকভিত্তিক আন্দোলন গড়ে উঠেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মূল দাবি হলো- ইহুদিবাদী ইসরাইলের সাথে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়া, যেসব কোম্পানি ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতি সমর্থন দিচ্ছে তাদের সাথেও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬