ইরানি প্রেসিডেন্টের শাহাদত: পুতিন, শি, এরদোগানসহ বিশ্বনেতাদের শোক
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির মর্মান্তিক মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। শোক জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
আফগানিস্তানও প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম পেইজ থেকে উদ্বেগ প্রকাশ করেছ।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানরাও রায়িসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে।
এছাড়া, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনও প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১