পৃথিবীর অর্ধেক মানুষের ভিসা ছাড়াই ইরানে ভ্রমণের সুযোগ
https://parstoday.ir/bn/news/iran-i138078-পৃথিবীর_অর্ধেক_মানুষের_ভিসা_ছাড়াই_ইরানে_ভ্রমণের_সুযোগ
বিশ্বের অর্ধেক মানুষ ইরানে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক উপমন্ত্রী আলি আসগর শালবাফিয়ান।
(last modified 2025-08-09T09:31:00+00:00 )
মে ২৮, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • পৃথিবীর অর্ধেক মানুষের ভিসা ছাড়াই ইরানে ভ্রমণের সুযোগ

বিশ্বের অর্ধেক মানুষ ইরানে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক উপমন্ত্রী আলি আসগর শালবাফিয়ান।

বিশ্বের অর্ধেক জনসংখ্যার জন্য ইরানে ভিসা-মুক্ত ভ্রমণের সম্ভাবনা, ইরানি চলচ্চিত্র রাশিয়ান উৎসবে পুরস্কার অর্জন এবং মালয়েশিয়ায় আন্তর্জাতিক বইমেলায় ইরানের উপস্থিতি ইত্যাদি ইরানের সামাজিক-সাংস্কৃতিক খবরের কিছু অংশ এখানে তুলে ধরছি।

ইরানি গায়কের বিশ্ব কনসার্ট দুবাই পৌঁছেছে

ইরানের গায়ক আলিরেজা কোরবানির কনসার্ট আগামী ৭ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই ইরানি গায়কের কনসার্ট দুবাইতে অনুষ্ঠিত হবে "ফিরদৌস" অর্কেস্ট্রার সাথে যেটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অর্কেস্ট্রা এবং এটি অস্কার এবং গোল্ডেন গ্লোব জয়ী বিশিষ্ট সুরকার "এআর রহমান" দ্বারা প্রতিষ্ঠিত।

লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে ইরানি চলচ্চিত্রের পদার্পন

ইরানি শর্ট ফিল্ম "মারিজখানেহ মেরাজি" ৩৪ তম লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিবাল বা (আইএফএস) এ প্রদর্শিত হবে। এই বছর লস অ্যাঞ্জেলেসে ১২ থেকে ২০ জুন এই উৎসব অনুষ্ঠিত হবে।

ইরানি চলচ্চিত্র রাশিয়ান উৎসবে তিনটি পুরস্কার অর্জন

"মোখতার আবদুল্লাহি" রচিত ও পরিচালিত ইরানি চলচ্চিত্র "অমং দ্য রকস" রাশিয়ার হিরো উৎসব থেকে তিনটি পুরস্কার জিতেছে। এই চলচ্চিত্রটি হিরো অফ রাশিয়া ফেস্টিভ্যালের গ্র্যান্ড পুরষ্কার, দর্শকদের দৃষ্টিকোণ থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার এবং সেরা শিশু অভিনেতার ডিপ্লোমা (আন্দিয়া ইয়াহিয়াপুর) পেয়েছে। রাশিয়ার ক্রাসনোয়ারস্কে  ২০ থেকে ২৪ মে থেকে পর্যন্ত হিরো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্বের জনসংখ্যার অর্ধেক ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করার সুযোগ:

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্পের উপমন্ত্রী "আলি আসগর শালবাফিয়ান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পর্যটন প্রধানদের অনলাইন বৈঠকে বলেছেন যে বর্তমানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা ইরানে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে।  তিনি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে বিভাগে ২৭টি ইরানী স্মৃতিসৌধের কথা উল্লেখ করেন যেগুলো ইরানি স্থাপত্য শিল্পের উচ্চ বৈচিত্র্যের পরিচয় বহন করে। ইরানি খাঁটি হস্তশিল্প যার মধ্যে ৩৯৮টি সত্যতা স্ট্যাম্প অর্জন করতে সফল হয়েছে, ইরানের পাচঁটি শহর 'হস্তশিল্প ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক' হিসেবে স্বীকৃতি, অনন্য ও ঐতিহ্যবাহী ইরানী খাবার, পার্বত্য অঞ্চল থেকে স্পা পর্যন্ত বৈচিত্র্যময় জলবায়ু পরিস্থিতি, বিশেষজ্ঞ চিকিৎসক ইত্যাদি নানা বিষয়ে অনন্য ক্ষমতার অধিকারী ইরানের মতো এমন দেশটিকে বিশ্বের অন্য কোথাও খুব কমই খোঁজে পাওয়া যাবে।

মালয়েশিয়ায় ইরানি বই প্রেমীদের জন্য সুখবর

মালয়েশিয়ার ২৪তম আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে ইরান। মালয়েশিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কুয়ালালামপুরে ২৪মে শুরু হওয়া প্রদর্শনীটি ২ জুন ২০২৪ পর্যন্ত চলবে। একই সময়ে যখন মালয়েশিয়া আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান "এশিয়ান কপিরাইটস" ক্ষেত্রে বই অ্যাম্বাসেডর বিভাগে অংশগ্রহণ করে। এই প্রদর্শনীর পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ আহল আল-বাইত (সাঃ) এর প্রকাশনা এবং ওয়ান্ডারবুক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

হলিউড ও বিশ্ব সিনেমা প্রকৃত নায়কের অভাবে ভুগছে

ইরানের পরিচালক কোরবান আলি তাহেরফার বার্তা সংস্থা ইরনার সাংস্কৃতিক প্রতিবেদকের সঙ্গে একটি সাক্ষাত্কারে বলেছেন, "হলিউড এবং বিশ্ব চলচ্চিত্র প্রকৃত নায়কের অভাবে ভুগছে। হলিউডে আমাদের কত হিরো এবং সুপারহিরো আছে তা গুরুত্বপূর্ণ।" বরং তাদের কোন বীরত্বপূর্ণ ইতিহাস ও সভ্যতা নেই।

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।