ইতালির রাষ্ট্রদূতকে তেহরানে তলব; জানানো হয়েছে কড়া প্রতিবাদ 
https://parstoday.ir/bn/news/iran-i138846-ইতালির_রাষ্ট্রদূতকে_তেহরানে_তলব_জানানো_হয়েছে_কড়া_প্রতিবাদ
তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কানাডা কালো তালিকাভুক্ত করার প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২৪ ১৪:৩৭ Asia/Dhaka
  •  ইতালির রাষ্ট্রদূতকে তেহরানে তলব; জানানো হয়েছে কড়া প্রতিবাদ 

তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কানাডা কালো তালিকাভুক্ত করার প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

কানাডার সাথে ইরানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তেহরানে কানাডার স্বার্থ দেখাশোনা করে ইতালি। 

গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক ৫৯ বছর বয়সী ইতালির রাষ্ট্রদূত পাওলা আমাদিকে তার কার্যালয়ে ডেকে পাঠান। তেহরানের পক্ষ থেকে কানাডার বেআইনি পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানানো হয়। কানাডার পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে উল্লেখ করেছে। পাশাপাশি এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কেও কানাডাকে সতর্ক করা হয়েছে। 

ইরানি কর্মকর্তা ইতালির রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডাকে জানিয়ে দেন যে, অটোয়া যে পদক্ষেপ নিয়েছে তার জবাবে প্রয়োজনীয় ও অনুরূপ পদক্ষেপ নেয়ার অধিকার রাখে ইরান। 

এসময় ইতালির রাষ্ট্রদূত ইরানি কর্মকর্তাকে জানান, তিনি তেহরানের এই প্রতিবাদ ও প্রয়োজনীয় তথ্য যত তাড়াতাড়ি সম্ভব কানাডার কর্মকর্তাদেরকে জানিয়ে দেবেন।

এর আগে উত্তর আমেরিকায় একমাত্র মার্কিন সরকার আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালোতালিকা ভুক্ত করেছে। এরপর বুধবার কানাডা একই পদক্ষেপ নিল।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।