ইরানের হুঁশিয়ারি: হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরাইলের ‘চূড়ান্ত পরাজয়’ হবে
https://parstoday.ir/bn/news/iran-i138876-ইরানের_হুঁশিয়ারি_হিজবুল্লাহর_সাথে_যুদ্ধে_ইসরাইলের_চূড়ান্ত_পরাজয়’_হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, যদি দখলদার এ শক্তি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদীদের পরাজয় ঘটবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২৪ ১২:৪১ Asia/Dhaka
  • ইরানের হুঁশিয়ারি: হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরাইলের ‘চূড়ান্ত পরাজয়’ হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, যদি দখলদার এ শক্তি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদীদের পরাজয় ঘটবে। 

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, “সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরাইল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। সম্ভবত অবৈধ সরকারের নিজের পতনের সময় এসে গেছে।

ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেছে, নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের যেকোন অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতরে ঠেলে দেবে।

গত মঙ্গলবার ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে। এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরাইলের কোনো স্থান নিরাপদ থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।