তেহরানে আলকো সম্মেলন; সন্ত্রাসবাদের সমর্থক ও বিরোধী সরকারগুলোকে চিহ্নত করার প্রয়াস
(last modified Thu, 04 Jul 2024 04:54:38 GMT )
জুলাই ০৪, ২০২৪ ১০:৫৪ Asia/Dhaka
  • তেহরানে আলকো সম্মেলন; সন্ত্রাসবাদের সমর্থক ও বিরোধী সরকারগুলোকে চিহ্নত করার প্রয়াস
    তেহরানে আলকো সম্মেলন; সন্ত্রাসবাদের সমর্থক ও বিরোধী সরকারগুলোকে চিহ্নত করার প্রয়াস

পার্সটুডে- ইরানের রাজধানী তেহরানে গতকাল (বুধবার) থেকে এশিয়ান-আফ্রিকান লিগ্যাল কনসালটেটিভ অর্গানাইজেশনের (আলকো) সন্ত্রাসবাদ প্রতিরোধ ও মোকাবিলা বিষয়ক দু’দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে।

এশিয়ান-আফ্রিকান লিগ্যাল কনসালটেটিভ অর্গানাইজেশনের (আলকো) সন্ত্রাসবাদ প্রতিরোধ ও মোকাবিলা বিষয়ক আঞ্চলিক সম্মেলন গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে শুরু হয়েছে। পার্সটুডের রিপোর্ট অনুসারে, দু’দিনব্যাপী এ সম্মেলনে আলকো, জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি আলকোভুক্ত দেশগুলোর কয়েকজন বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।

এছাড়া, এই শীর্ষ সম্মেলনের পাশাপাশি, ‘সন্ত্রাসবাদ প্রতিরোধ ও মোকাবিলা: পরিকল্পনা ও বাস্তবায়ন’, ‘সন্ত্রাসবাদ প্রতিরোধ ও মোকাবেলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর ভূমিকা’, ‘সন্ত্রাস প্রতিরোধে সরকার ও ব্যক্তিবর্গের দায়বদ্ধতা’ এবং ‘সন্ত্রাস প্রতিরোধ ও মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা’ শিরোনামের চারটি প্যানেল অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ করা যায়, এশিয়া ও আফ্রিকার মহাদেশের ৪৮টি দেশ নিয়ে আলকো সংস্থাটি গঠিত হয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, চীন, ভারত, ঘানা, ইন্দোনেশিয়া, ইরাক, ইসলামি প্রজাতন্ত্র ইরান, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সিরিয়া এবং তুরস্ক।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।