হাড় জোড়া লাগাতে ইরানি বিশেষজ্ঞদের নতুন চিকিৎসা পদ্ধতি চালু
https://parstoday.ir/bn/news/iran-i140088-হাড়_জোড়া_লাগাতে_ইরানি_বিশেষজ্ঞদের_নতুন_চিকিৎসা_পদ্ধতি_চালু
পার্সটুডে- ইরানের চিকিৎসা বিজ্ঞানীরা হাড় জোড়া লাগাতে স্টেম সেল ও সামুদ্রিক শৈবাল ব্যবহার করে নতুন একটি চিকিৎসা পদ্ধতি চালু করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ০৯:৫৭ Asia/Dhaka
  • হাড় জোড়া লাগাতে ইরানি বিশেষজ্ঞদের নতুন চিকিৎসা পদ্ধতি চালু

পার্সটুডে- ইরানের চিকিৎসা বিজ্ঞানীরা হাড় জোড়া লাগাতে স্টেম সেল ও সামুদ্রিক শৈবাল ব্যবহার করে নতুন একটি চিকিৎসা পদ্ধতি চালু করেছেন।

হাড়ের নিরাময় হল একটি শারীরবৃত্তীয় ও বৃদ্ধি-প্রসারণকারী প্রক্রিয়া যেখানে হাড়ের ক্ষত এবং ফ্র্যাকচার মেরামত করা হয়। পার্সটুডে ফার্সি জানিয়েছে, সম্প্রতি ইরানের চিকিৎসা বিজ্ঞানীরা সৃজনশীল উদ্যোগ নিয়ে এই সমস্যার একটি নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারা হাড় জোড়া লাগানোর কাজে স্টেম সেল ও পারস্য উপসাগর থেকে সংগৃহিত বাদামী রঙের সামুদ্রিক শৈবাল ব্যবহার করেছেন।  

ইরানি বিজ্ঞানীদের এই চিকিৎসা পদ্ধতি পরীক্ষাগার এবং প্রাণীর দেহ উভয় ক্ষেত্রেই হাড় জোড়া লাগা ও হাড়ের পুনর্গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই উদ্ভাবনি চিকিত্সা পদ্ধতিটি ইরানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কোষকলা বিজ্ঞান, বায়োম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেরিন বায়োলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অর্থোপেডিকস বিশেষজ্ঞদের যৌথ সহযোগিতায় উদ্ভাবিত হয়।

এ সংক্রান্ত গবেষণার ফলাফল আন্তর্জাতিক গবেষণা পত্রিকা টেকনোলজি এন্ড মেরিন লাইফ সায়েন্সে (Marine Life Science & Technology) প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের মোট বিজ্ঞান বিষয়ক উৎপাদনের দুই শতাংশ ইরানে উৎপাদিত হয় যা মুসলিম দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।