ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির সম্পর্ক নেই
(last modified Mon, 12 Aug 2024 03:54:04 GMT )
আগস্ট ১২, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  •  ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির সম্পর্ক নেই
     ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির সম্পর্ক নেই

পার্সটুডে- তেহরানে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এটি আরো বলেছে, কাজেই ইরানের আত্মরক্ষা করার ন্যায়সঙ্গত অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা চলছে তার কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি তেহরান সফররত হামাসের পলিটব্যুরো নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার মাধ্যমে শহীদ করেছে ইসরাইল। ইরান ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিলেও কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, ইরান চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বিষয়ক আলোচনার আগ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।

পার্সটুডে ফার্সি জানাচ্ছে, গণমাধ্যমের এই দাবির জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ইরান বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি তেহরানের কাছে অগ্রাধিকার পাচ্ছে। হামাস যে যুদ্ধবিরতি মেনে নেবে সেটির প্রতি ইরানের সমর্থনও থাকবে; কিন্তু ইরানের আত্মরক্ষা করার অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনার কোনো সম্পর্ক নেই।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়েছে, তবে ইরান এমন সময় ও এমনভাবে জবাব দেবে যাতে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি ক্ষতিগ্রস্ত না হয়।

বিবৃতিতে আমেরিকার সঙ্গে ইরানের বার্তা আদান-প্রদান সংক্রান্ত চ্যানেল নিয়েও কথা বলা হয়। এতে জানানো হয়, ইরান ও আমেরিকার মধ্যে বার্তা আদান-প্রদানের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ চ্যানেল সব সময়ই চালু ছিল; তবে দু’পক্ষ এসব বার্তার খুঁটিনাটি গোপন রাখতে চায়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১২

ট্যাগ