ইরানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে স্মার্ট গ্লাভস তৈরি
(last modified Tue, 13 Aug 2024 03:40:05 GMT )
আগস্ট ১৩, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • ইরানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে স্মার্ট গ্লাভস তৈরি

পার্সটুডে- তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট গ্লাভস ডিজাইন ও তৈরিতে সফল হয়েছেন।

এই স্মার্ট গ্লাভস উদ্ভাবনী পরিধানযোগ্য প্রযুক্তিগুলির একটি হিসেবে আরও স্বাভাবিক ও কার্যকরভাবে স্মার্ট ডিভাইসগুলির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করার পথ তৈরি করেছে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গ্লাভস তৈরিতে বিভিন্ন সেন্সর, ছোট প্রসেসর এবং স্মার্ট সফটওয়্যার ব্যবহার করেছেন।

এই স্মার্ট গ্লাভস হাতের নড়াচড়া, শক্তি, এমনকি শারীরবৃত্তীয় সংকেত সনাক্ত করতে সক্ষম। ইরানি গবেষকদের তৈরি স্মার্ট গ্লাভস নির্মাণের সহজতা, কম খরচ এবং গতিবিধি ও শক্তি সনাক্ত করার বিস্তৃত ক্ষমতার কারণে এটি একটি উল্লেখযোগ্য উদ্ভাবন বলে বিবেচিত হয়।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ