ইরানে তৈরি ১৭ হাজারের বেশি চিকিৎসা সরঞ্জাম ৫০টি দেশে রপ্তানি
https://parstoday.ir/bn/news/iran-i140580-ইরানে_তৈরি_১৭_হাজারের_বেশি_চিকিৎসা_সরঞ্জাম_৫০টি_দেশে_রপ্তানি
পার্সটুডে-ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি ৫০টি দেশে ১৭ হাজারেরও বেশি নিজস্ব চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • ইরানে তৈরি ১৭ হাজারের বেশি চিকিৎসা সরঞ্জাম ৫০টি দেশে রপ্তানি

পার্সটুডে-ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি ৫০টি দেশে ১৭ হাজারেরও বেশি নিজস্ব চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করেছে।

ইরানের ওই জ্ঞান-ভিত্তিক কোম্পানীটি রোগীর অত্যাবশ্যক সাইন মনিটর, উন্নত আইসিইউ ভেন্টিলেটর, ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ, এ.ই.ডি ইলেক্ট্রোশকের জন্য উন্নত চিকিৎসা সরঞ্জাম ডিজাইন এবং উত্পাদন করে। ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজা ইয়াকুব যাদেহ বলেছেন  ৫০টি দেশে ১৭ হাজারের বেশি নিজস্ব-তৈরি চিকিৎসা সরঞ্জাম তাদের কোম্পানি রপ্তানি করেছে। পার্সটুডে'র মতে, ইরানী জ্ঞান-ভিত্তিক ওই কোম্পানি ইরানকে উন্নত চিকিৎসা সরঞ্জাম ডিজাইন ও উৎপাদনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে। সেইসঙ্গে তারা ইরানকে ওই উন্নত পণ্যগুলোর রপ্তানিকারক দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। ইরান এইসব উন্নত চিকিৎসা সরঞ্জাম ইউরোপ, এশিয়াসহ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতেও রপ্তানি করতে সক্ষম।

ইয়াকুবজাদেহ আরও বলেন, নিষেধাজ্ঞার প্রভাবকে নিষ্ক্রিয় ও অকার্যকর করার লক্ষ্যে এই ইরানী জ্ঞান-ভিত্তিক কোম্পানিটি ১৫ বছর আগে মালয়েশিয়ায় একটি চিকিত্সা সরঞ্জাম উত্পাদন ফ্যাক্টরি চালু করেছিল। সেইসাথে ৯৯ সালে তুরস্ক, ইরাক এবং ইন্দোনেশিয়াতেও উত্পাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

ব্যাপক সক্রিয় এই ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানির কর্মকর্তার মতে, ফ্যাক্টরিতে ব্যবহৃত ডিভাইসগুলোর সকল যন্ত্রাংশ, যেমন কানেক্টের, স্ক্রু, ইলেকট্রনিক ও ডিজিটাল বোর্ডের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার, সিগন্যাল প্রসেসিং অ্যালগরিদম, অপারেটিং সিস্টেম, যান্ত্রিক মেকানিক্যাল যন্ত্রপাতি এবং প্লাস্টিকের ছাঁচ ইত্যাদি সবকিছুই কোম্পানির ভেতরেই উত্পাদিত হয়।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।