সিরিয়ার সামনে ৩ টি বিকল্প রয়েছে: তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
-
সিরিয়ার সামনে ৩ টি বিকল্প রয়েছে: ফুয়াদ ইজাদি
পার্সটুডে-ইরানী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক এক্স সোশ্যাল নেটওয়ার্কে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন: সিরিয়ার ভবিষ্যতের জন্য ৩ টি বিকল্প রয়েছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডি অনুষদের প্রফেসর এবং রাজনীতি বিশ্লেষক ফুয়াদ ইজাদি আজ এক্স সোশ্যাল নেটওয়ার্কে ওই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন: সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে ৩টি বিকল্প রয়েছে। প্রথমত সিরিয়া আরেকটি লিবিয়ায় পরিণত হওয়া, দ্বিতীয়ত আমেরিকা এবং শিশু-হত্যাকারী ইসরাইলের নয়া দাসে পরিণত হওয়া।
ইজাদির ভাষ্য অনুযায়ী সিরিয়ার সামনে তৃতীয় যে অপশনটি রয়েছে তা হলো: ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং পররাষ্ট্রনীতিতে প্রতিরোধ শক্তির পক্ষ নেয়াসহ অভ্যন্তরীণ নীতিতে অতীতের দুর্বলতাগুলো সংশোধন করা।
ইজাদি আরও লিখেছেন, সিরিয়ার জনগণ এবং ইরানের জনগণ ও সরকার তৃতীয় বিকল্পটিকে সবচেয়ে ভালো বলে মনে করে।
সিরিয়ার সেনা কমান্ড আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে।
হায়াত তাহরির আশ-শাম গোষ্ঠীর হাতে দামেস্ক দখল এবং বাশার আসাদের চলে যাওয়ার খবর প্রকাশের পর সিরিয়ার সেনা কমান্ডের বিবৃতি প্রকাশ পেলো।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।