ইরানে গত ৩ বছরে ১৬ হাজার গবেষণায় নিয়োজিত শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে
ইরানে পিএইচডি শিক্ষার্থী যাদের মধ্যে বেশিরভাগই গবেষণাধর্মী শিক্ষার্থী তাদের সংখ্যা গত তিন শিক্ষাবর্ষে ১৩৭,০০০ থেকে বেড়ে ১৫৩,০০০ হয়েছে।
ইরানে উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের প্রধান আলী বাকের তাহেরিনিয়া বলেছেন, 'চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫০ হাজার ছাড়িয়েছে যা আগের শিক্ষাবর্ষের তুলনায় ৬ শতাংশ বেশি। পার্সটুডে অনুসারে, আলী বাকের তাহেরিনিয়া আরও বলেন: 'আন্তর্জাতিক পরিসংখ্যান অনুসারে এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যার মানদণ্ডের সংজ্ঞা অনুসারে ইরানে বর্তমানে ৪৪০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে এমন বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের কাঠামোগত স্বাধীনতা রয়েছে এবং এগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিট নয়।
তাহেরিনিয়া বলেন, উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক থেকে ইরান বিশ্বে ১১তম স্থানে রয়েছে এবং ৫,৩৪৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে ভারত প্রথম স্থানে রয়েছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইন্দোনেশিয়া,আমেরিকা, চীন, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, জাপান , ফ্রান্স এবং জার্মানির নাম।#
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।