বিশ্ব কুস্তি ফেডারেশনের মাসসেরা ফ্রিস্টাইল কুস্তিগীর হলেন আলিরেজা মেহমাদি
এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টের পরিচালক নির্বাচিত হলেন ইরানি নারী রেফারি
-
নাসিবেহ দালির হেরাভি ও আলিরেজা মেহমাদি
পার্স টুডে - ২৯তম এশিয়ান জুনিয়র ও যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরানি নারী রেফারি 'নাসিবেহ দালির হেরাভি'।
চলতি বছরের ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তাকে পরিচালক হিসেবে নির্বাচিত করেছে এশিয়ান টেবিল টেনিস কনফেডারেশন।
পার্স টুডে জানিয়েছে, প্রতিযোগিতা আয়োজন, অংশগ্রহণকারীদের সংখ্যা পরীক্ষা করা, প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা এবং ড্রয়ের জন্য প্রধান রেফারির সাথে সমন্বয় করা- তার দায়িত্বের মধ্যে রয়েছে।
বিশ্ব কুস্তি ফেডারেশনের মাসসেরা ফ্রিস্টাইল কুস্তিগীর নির্বাচিত হয়েছেন ইরানের প্রতিনিধি
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ৮৭ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জয়ী ইরানি গ্রিকো-রোমান কুস্তিগীর আলিরেজা মেহমাদি, বিশ্ব কুস্তি ফেডারেশনের ফেব্রুয়ারি মাসের সেরা গ্রিকো-রোমান কুস্তিগীর হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইরাককে হারিয়ে এশিয়ান ৬x৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ইরান
ইরানের জাতীয় মিনি ফুটবল দল এশিয়ান ৬x৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। গতকাল (শুক্রবার) ৬x৬ এশিয়ান মিনি ফুটবল নেশনস কাপের গ্রুপ পর্বের তৃতীয় দিনে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের জাতীয় দল তৃতীয় রাউন্ডে ইরাকি জাতীয় দলের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত, কারিম মোকাদ্দামের ছাত্ররা "আরিফ ব্লুকি"র গোলে ১-০ ব্যবধানে তাদের প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয়। এর ফলে, ইরানের জাতীয় দল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সেমিফাইনালে উঠেছে।
ইরানের জাতীয় মিনি ফুটবল দল তাদের প্রথম ম্যাচে ২০২৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন ওমানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এবং জাপানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচে আমিন রেজায়ী এবং আলী মুসলেমির গোলে ২-০ গোলে জয়লাভ করতে সক্ষম হয়।
এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইরানের জাতীয় মহিলা কাবাডি দল
ইরানের মহিলা জাতীয় কাবাডি দল তাদের দ্বিতীয় জয়ের মাধ্যমে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। নেপাল ও ইরাকের বিরুদ্ধে জয়ের মাধ্যমে ইরানের জাতীয় দল নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্য গ্রুপ থেকে ভারত সেমিফাইনালে উঠেছে, এবং দ্বিতীয় দলটি বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের পর নির্ধারিত হবে।
তেহরান প্রদেশ (পারদিস সিটি) আয়োজিত ৭টি দলের অংশগ্রহণে ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/এমএআর/৮