একটি কার্যকর চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা চলছে
ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি শক্তিমত্তার সাথে চালিয়ে যাচ্ছে: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বিশ্বের সাথে শান্তিপূর্ণ যোগাযোগের ব্যাপারে ইরানের মৌলিক নীতির ওপর জোর দিয়ে বলেছেন: তেহরান গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি চুক্তির উপায় খুঁজছে।
রোববার সন্ধ্যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সরকারি প্রতিনিধি দলের সাথে এক বৈঠক করেন। ওই বৈঠকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জনগুলো রক্ষার জন্য তাঁর সরকারের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন। তিনি বলেন: আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় নি এবং চাইবেও না। পার্সটুডে আরও জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ওই বৈঠকে বলেছেন: আমরা শান্তি চাই বলেই পরোক্ষ আলোচনা করছি, কিন্তু বৈঠকে ইরানের সকল পারমাণবিক স্থাপনা পরিত্যাগ করার যে দাবী উত্থাপিত হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের বিচিত্র অর্জন রয়েছে। এসব অর্জনের মধ্যে রয়েছে ঔষধ উৎপাদন ও চিকিৎসা, কৃষি, পরিবেশসহ অন্যান্য শিল্প। তিনি আরও বলেন: আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জোরদারভাবে জোরদারভাবে চালিয়ে যাবো।
পেজেশকিয়ান এই বলে শেষ করেছেন: আমরা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা বিশ্বাস করি যে এ অঞ্চলের দেশগুলো ভ্রাতৃত্বপূর্ণভাবে শান্তি ও সম্প্রীতিতে একসাথে বসবাস করছে। কাজেই বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে কারও এসে আমাদের জন্য কিছু করার দরকার নেই। ইহুদিবাদী শাসকগোষ্ঠীই এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা তৈরি করতে চায়।#
পার্সটুডে/এনএম/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।