বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের শিরোপা জয়
https://parstoday.ir/bn/news/iran-i149280-বিশ্ব_জুনিয়র_তায়কোয়ান্দো_চ্যাম্পিয়নশিপে_ইরানের_শিরোপা_জয়
পার্সটুডে - সপ্তম বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ইরানের দল চ্যাম্পিয়ন হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৫, ২০২৫ ১৫:০০ Asia/Dhaka
  • ছেলেদের ইরানি দল
    ছেলেদের ইরানি দল

পার্সটুডে - সপ্তম বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ইরানের দল চ্যাম্পিয়ন হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে পার্সটুডে জানিয়েছে, ২০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে শুরু হওয়া সপ্তম বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বিশ্বের বিভিন্ন দেশের ৮১১ জন ক্রীড়াবিদ অংশ নেন। পাঁচ দিনের প্রতিযোগিতায় ইরানের ছেলেদের দল দু'টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।

কাজাখস্তান সমানসংখ্যক পদক নিয়ে রানার-আপ হয় এবং উজবেকিস্তান দুইটি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

মেয়েদের বিভাগে, ইরানের দল দু'টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে দক্ষিণ কোরিয়া, মরক্কো, তাইপে, তুরস্ক ও ইউক্রেনের পরে পঞ্চম স্থানে রয়েছে।#

পার্সটুডে/এমএআর/১৫