ইরান এবং ওমানের মধ্যে ১৮টি সহযোগিতার চুক্তি স্বাক্ষর
https://parstoday.ir/bn/news/iran-i149566
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওমান সফরে দু'দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ১৮টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৫ ১৪:৫৪ Asia/Dhaka
  • ইরান এবং ওমানের মধ্যে ১৮টি সহযোগিতার চুক্তি স্বাক্ষর
    ইরান এবং ওমানের মধ্যে ১৮টি সহযোগিতার চুক্তি স্বাক্ষর

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওমান সফরে দু'দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ১৮টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আইন, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, মিডিয়া, প্রযুক্তি, জ্বালানি এবং খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে গতকাল (মঙ্গলবার) মাস্কাটে ইরান এবং ওমানের কর্মকর্তাদের মধ্যে ওই সমঝোতাগুলো স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও ই অনুষ্ঠানের অবকাশে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমানের একটি যৌথ স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে।

ওমানের রাজা হিসাম বিন তারিক আল সায়িদের সরকারি আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ২ দিনের সফরে মাস্কাটে পৌঁছেছেন।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।