ইরানের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য কেন ভয় পাচ্ছে ইসরাইল?
https://parstoday.ir/bn/news/iran-i149950-ইরানের_সাথে_দীর্ঘ_মেয়াদি_যুদ্ধের_জন্য_কেন_ভয়_পাচ্ছে_ইসরাইল
পার্সটুডে- ইরানের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের আশঙ্কায় ইহুদিবাদী ইসরাইল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২৫ ১৭:৪৪ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি
    ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি

পার্সটুডে- ইরানের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের আশঙ্কায় ইহুদিবাদী ইসরাইল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ।  

তিনি এক নিবন্ধে লিখেছেন- যুদ্ধ চলছে, কিন্তু ইসরাইলের আশঙ্কা হলো এটি দীর্ঘ মেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরাইলের জন্য বড় বিপদ ডেকে আনবে।

স্ট্রানোভিচ আরও বলেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরাইলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে।

দখলদার ইসরাইলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন-  ইসরাইলের এটা বুঝতে হবে যে, ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে।

তিনি বলেন, এই পরিস্থিতিতেও ইসরাইলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে। #

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।