মিথ্যা ও বিকৃত সংবাদের বিরুদ্ধে ইরান ও রাশিয়ার জোট
https://parstoday.ir/bn/news/iran-i150810
পার্স টুডে - মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাথে সাক্ষাৎ করে ভুয়া সংবাদ মোকাবেলা এবং মিডিয়া সহযোগিতা জোরদারের উপায় ও কৌশল নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2025-08-02T10:06:26+00:00 )
জুলাই ৩০, ২০২৫ ১৯:৩৫ Asia/Dhaka
  • মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

পার্স টুডে - মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাথে সাক্ষাৎ করে ভুয়া সংবাদ মোকাবেলা এবং মিডিয়া সহযোগিতা জোরদারের উপায় ও কৌশল নিয়ে আলোচনা করেছেন।

মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সাথে সাক্ষাৎ করেছেন।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, এই বৈঠকে  উভয় পক্ষ মিডিয়া কার্যকলাপের সক্ষমতা সম্পর্কিত সাম্প্রতিক পরিবর্তন বা ঘটনা-প্রবাহ পর্যালোচনা ও ব্যাখ্যার পাশাপাশি মিডিয়া সহযোগিতা বিকাশের সম্ভাব্যতা নিয়ে গবেষণা ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার পদ্ধতি এবং দুই দেশের জনমতকে আরও ভালভাবে ও ব্যাপকভাবে বোঝার জন্য যৌথ পদক্ষেপগুলো সম্পর্কে  আলোচনা করেছেন।

এছাড়াও, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এমন ভুয়া খবর এবং ধ্বংসাত্মক সংবাদ প্রবাহের বিরুদ্ধে লড়াই করার কৌশল নিয়ে আলোচনা করেছেন উভয় পক্ষ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অতীতেও ইরানের বিরুদ্ধে পশ্চিমা ও আমেরিকান গণমাধ্যমের ছড়ানো মিথ্যাচারকে "নোংরা রাজনৈতিক প্রচারণা" বলে অভিহিত করেছিল।

তিন বছর ধরে বাধা দেওয়ার পর ইউরোপীয় ত্রয়ী সময়কে অজুহাত হিসেবে ব্যবহার করছে

আর দ্বিতীয় খবর হল যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার রয়েছে এবং জোর দিয়ে বলেছেন: "এই অধিকার নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ হাস্যকর।"

ইরানের সঙ্গে আন্তর্জাতিক পরমাণু সমঝোতা  পুনরুজ্জীবিত করার আলোচনায় ইউরোপীয় ত্রয়িকার বাধার কথা উল্লেখ করে উলিয়ানভ বলেন যে তিন বছরের বাধার পর, এই দেশগুলি এখন দাবি করছে যে সময় ফুরিয়ে আসছে এবং একটি নতুন সমঝোতায় পৌঁছাতে হবে। এটাকে কি কূটনীতি বলে?

উল্লেখ্য, এই প্রসঙ্গে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম বা স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরে আসা সংক্রান্ত আইনি ধারাটি সক্রিয় করার হুমকি দিয়েছেন এবং ওই একই পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের কথা উল্লেখ না করেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। # 

পার্স টুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।