ইতিহাস আমাদের বিচার করবে; এখনই খুনিকে আটকান: মুসলিম দেশগুলোকে ইরান
-
• ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "বৃহত্তর ইসরায়েল" প্রতিষ্ঠার স্বপ্ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি। তাই ইসরায়েলের বিরুদ্ধে কেবলমাত্র স্লোগান, বিবৃতি, নিন্দা কিংবা উদ্বেগ জানানোর যুগ শেষ হয়ে গেছে।
আঞ্চলিক সংবাদপত্র "আশ শারক আল-আওসাত" "বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি" শীর্ষক এক নিবন্ধে লিখেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মুসলিম দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, জেদ্দায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রাক্কালে, এ বৈঠকের ব্যাপারে বিশ্বব্যাপী সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশেষ করে এবার মুসলিম বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি বিশেষ নজর দেয়া হবে।
আরাকচি বলেছেন, ইসরায়েল গাজাকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং এ অঞ্চলকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। ইহুদিবাদী ইসরায়েল নারী ও শিশুদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য গণহত্যা চালাচ্ছে, বারবার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে, ক্ষুধা ও দুর্ভিক্ষকে গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং খাদ্য বিতরণ কেন্দ্রগুলিকে ক্ষুধার্ত ও নিরীহ নারী ও শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত করেছে।
আরাকচির বলেছেন: ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ কেবল গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে বসতি স্থাপন সম্প্রসারণ, জেরুজালেমকে ইহুদিকরণ জোরদার করা, লেবাননের উপর হামলা অব্যাহত রাখা, ইয়েমেনের অবকাঠামোর উপর আক্রমণ, সিরিয়ায় সরকারের ভিত্তি ভেঙে ফেলার প্রচেষ্টা, পাশাপাশি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসন যার ফলে এক হাজারেরও বেশি বেসামরিক লোক শহীদ হয়েছেন এবং অবশেষে ইসরায়েলি নেতাদের "বৃহত্তর মধ্যপ্রাচ্য" গঠন এবং তাদের প্রতিবেশীদের প্রতি তাদের সম্প্রসারণবাদী অভিপ্রায় সম্পর্কে প্রকাশ্য বিবৃতি এবং জাল মানচিত্র প্রকাশ এসবই সমগ্র এ অঞ্চলের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আরাকচি জোর দিয়ে বলেন: "এই পরিস্থিতিতে, ইসরায়েলের প্রতি কিছু পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা এবং সমর্থন করে শুধু যে এই অপরাধযজ্ঞে অংশ নিয়েছে তাই নয় একইসাথে এ অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করেছে।"
ইসলামী সহযোগিতা সংস্থার দেশগুলোর মন্ত্রীদের আসন্ন বৈঠকটি নেতানিয়াহু এবং তার দলের অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা দমন করতে এবং নিরপরাধ মানুষ হত্যা, মুসলিম দেশগুলির ধ্বংস এবং তাদের ভূমি দখল রোধ করতে মুসলিম দেশগুলির সম্মিলিত সংকল্পকে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে উঠবে।
আরাকচি জোর দিয়ে বলেন: মুসলিম দেশগুলির প্রতিনিধি হিসেবে আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব হলো গাজা ও পশ্চিম তীরে আমাদের ভাইদের সাহায্য করার জন্য একটি কার্যকর ও জরুরি সিদ্ধান্ত নেওয়া, গণহত্যা বন্ধ করা, অপরাধীদের বিচার ও শাস্তি দেওয়া এবং মুসলিম বিশ্বে এই গণহত্যাকারী ও আইন ভঙ্গকারী ইসরায়েলের সম্প্রসারণবাদী কর্মকাণ্ড রোধ করা এবং গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্লোগান দেওয়ার, বিবৃতি দেওয়ার, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করার যুগ শেষ। এখন সময় এসেছে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি জোরদার করা। ইতিহাস আজ আমাদের বিচার করবে। আসুন আমরা প্রমাণ করি যে মুসলিম জাতি তার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও সিদ্ধান্তমূলক মুহূর্তে নির্যাতিতদের রক্ষা করতে এবং খুনিকে দমন করতে সক্ষম। #
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।