ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আজ দোহায় শীর্ষ বৈঠক; সম্পর্ক ছিন্ন করতে বললো ইরান
-
পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ঐক্য ও সংহতি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে পরস্পরের সঙ্গে ঐক্য জোরদার করতে হবে এবং অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের জরুরি সম্মেলনে যোগ দিতে কাতারের দোহায় গেছেন। কাতারের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন বা সীমারেখাকে তোয়াক্কা করে না এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় কাতার, লেবানন, ইরাক, ইরান ও ইয়েমেনসহ বহু মুসলিম দেশে হামলা চালিয়েছে। তারা যা খুশি তাই করছে এবং দুঃখজনকভাবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোও এসব আগ্রাসনের পৃষ্ঠপোষকতা করছে।
তিনি আরও বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, নারী, শিশু ও বৃদ্ধদেরকেও হত্যা করছে। আর পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে এই দখলদার ও বর্ণবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞে অংশ নিচ্ছে।
ইসলামি সহযোগিতা সংস্থা ও আরব লীগের এই জরুরি সম্মেলন থেকে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। পেজেশকিয়ান বলেন, ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের অপরাধের বিচার করতে হবে এবং অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে বাস্তবধর্মী পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে রাজধানী দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতা খালিল আল-হাইয়্যার নেতৃত্বাধীন বৈঠকস্থলে বোমাবর্ষণ করে। ঐ হামলার পরিপ্রেক্ষিতে গতকাল (রোববার) কাতারের দোহায় ইসলামি সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। আজ সোমবার ওআইসি ও আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।