ইরানের গোলেস্তান অরণ্য গ্রীষ্মে পর্যটকদের জনপ্রিয় গন্তব্য + ছবি
https://parstoday.ir/bn/news/iran-i152086-ইরানের_গোলেস্তান_অরণ্য_গ্রীষ্মে_পর্যটকদের_জনপ্রিয়_গন্তব্য_ছবি
পার্সটুডে: গ্রীষ্মকালে যখন শহরের প্রচণ্ড গরম মানুষকে শীতল ও আরামদায়ক স্থানের খোঁজে বের হতে বাধ্য করে, তখন ইরানের গোলেস্তান প্রদেশের সবুজ অরণ্য ও পাহাড়ি এলাকা পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়।
(last modified 2025-09-17T14:54:29+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২০:৩৪ Asia/Dhaka
  • ইরানের গোলেস্তান অরণ্য
    ইরানের গোলেস্তান অরণ্য

পার্সটুডে: গ্রীষ্মকালে যখন শহরের প্রচণ্ড গরম মানুষকে শীতল ও আরামদায়ক স্থানের খোঁজে বের হতে বাধ্য করে, তখন ইরানের গোলেস্তান প্রদেশের সবুজ অরণ্য ও পাহাড়ি এলাকা পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়।

ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত গোলেস্তান প্রদেশের পাহাড়ি এলাকার নরম-শীতল আবহাওয়া, অনন্য প্রাকৃতিক দৃশ্য ও ঘন বৃক্ষের ছায়াতলে বসার সুযোগের কারণে প্রকৃতির সঙ্গে মানুষের অবিস্মরণীয় বন্ধনের অভিজ্ঞতা উপহার দেয়। পার্সটুডে এই প্রতিবেদনে সেই পাহাড়ি এলাকার কিছু ছবির ঝলক তুলে ধরেছে। 

ইরানের গোলেস্তানের বনাঞ্চলের একটি সুন্দর দৃশ্য
ইরানের গোলেস্তানের বনাঞ্চলের একটি সুন্দর দৃশ্য
গোলেস্তান বনে ঘন মেঘ
গোলেস্তান বনে ঘন মেঘ
একজন ইরানি বাবা তার সন্তানকে প্রকৃতির কোলে নিয়ে এসেছেন
গোলেস্তান বন্যাঞ্চলের একটি নয়নাভিরাম দৃশ্য

পার্সটুডে/এমএআর/১৭