'ইরান সব সময় ইতিহাসের ঝড়-ঝাপটার মোকাবেলায় পাহাড় হয়ে দাঁড়িয়েছে'
https://parstoday.ir/bn/news/iran-i152312-'ইরান_সব_সময়_ইতিহাসের_ঝড়_ঝাপটার_মোকাবেলায়_পাহাড়_হয়ে_দাঁড়িয়েছে'
পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন: "বিশ্বের প্রাচীনতম সভ্যতার ধারাবাহিকতায় গড়ে-ওঠা ইরান সব সময়ই ইতিহাসের নানা ঝড় ঝঞ্জার মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।"
(last modified 2025-09-25T10:31:17+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:২৯ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন: "বিশ্বের প্রাচীনতম সভ্যতার ধারাবাহিকতায় গড়ে-ওঠা ইরান সব সময়ই ইতিহাসের নানা ঝড় ঝঞ্জার মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।"

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতি তাঁর মহান চেতনা ও চিরন্তন ইচ্ছাশক্তি দিয়ে বারবার প্রমাণ করেছে যে তারা আক্রমণকারীদের কাছে মাথা নত করে না এবং আজ তারা তাদের ঈমান ও জাতীয় ঐক্যের শক্তির উপর নির্ভর করে আগ্রাসীদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

মাসুদ পেজেশকিয়ান বলেছেন: "পবিত্র প্রতিরক্ষার বারো দিনে ইরানের দেশপ্রেমিক ও সাহসী জনগণ অহংকারী আগ্রাসকদের বিভ্রান্তিকর হিসাব-নিকাশ তাদের মুখের ওপর ছুঁড়ে মেরেছে। ইরানের শত্রুরা অনিচ্ছাকৃতভাবে পবিত্র জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছে। সবচেয়ে কঠোর, দীর্ঘতম এবং কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধ এবং বিভাজন তৈরির ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও, ইরানি জনগণ তাদের মাটিতে প্রথম গুলি চালানোর সাথে সাথে ঐক্যবদ্ধভাবে তাদের সাহসী সশস্ত্র বাহিনীকে সমর্থন করেছিল এবং আজ তারা তাদের শহীদদের রক্তকে সম্মান করে।"

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি আরও বলেন: "আজ, প্রায় দুই বছরের গণহত্যা, গণ-অনাহার, অধিকৃত অঞ্চলের মধ্যে বর্ণবাদ অব্যাহত রাখার এবং প্রতিবেশীদের বিরুদ্ধে আগ্রাসনের পর, এই শাসকগোষ্ঠীর সর্বোচ্চ পর্যায় থেকে নির্লজ্জভাবে "বৃহত্তর ইসরায়েল"-এর হাস্যকর এবং বিভ্রান্তিকর পরিকল্পনার কথা বলা হচ্ছে। এই পরিকল্পনা তথা ষড়যন্ত্রের আওতায় রয়েছে এ অঞ্চলের অনেক দেশ। এই মানচিত্র বা ষড়যন্ত্রের নীল-নক্সাটি ইহুদিবাদী ইসরায়েলের আসল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধরছে, যা সম্প্রতি এর প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। বিশ্বের কেউই এই শাসকগোষ্ঠীর আগ্রাসী  অশুভ উদ্দেশ্যগুলো থেকে নিরাপদ নয়।

তিনি আরও বলেছেন, গত সপ্তাহে তিনটি ইউরোপীয় দেশ, দশ বছর ধরে প্রতিশ্রুতি আর অঙ্গীকারগুলো পালন না করা এবং পরবর্তীকালে ইহুদিবাদী-মার্কিন সামরিক আগ্রাসনের প্রতি সমর্থনের মাধ্যমে ইরানের গর্বিত জনগণকে নতজানু করতে ব্যর্থ হওয়ার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে চাপ প্রয়োগ, মোড়লিপনাসুলভ হুমকি, চাপিয়ে দেয়ার মত বলদর্পিতা এবং সমঝোতার ধারার প্রকাশ্য অপব্যবহারের মাধ্যমে ইরানের বিরুদ্ধে বাতিল হয়ে-যাওয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুনরায় চালু করার চেষ্টা চালিয়েছে। আর এই প্রক্রিয়ার আওতায় তারা সদিচ্ছা ত্যাগ করেছে, আইনি বাধ্যবাধকতাগুলো এড়িয়ে গেছে, JCPOA  বা পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা ক্ষতিপূরণমূলক আইনি পদক্ষেপগুলো, প্রতিশ্রুতি পালন না করাসহ  ইউরোপের পুরোপুরি ব্যর্থতা ও অযোগ্যতাকে "গুরুতর লঙ্ঘন" হিসাবে চিত্রিত করেছে, অথচ নিজেদেরকে "চুক্তির সুপ্রতিষ্ঠিত পক্ষ" হিসাবে মিথ্যাভাবে উপস্থাপন করেছে এবং ইরানের আন্তরিক প্রচেষ্টাগুলোকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছে। আর এই সবই ছিল সেই সমঝোতা বা চুক্তিকে ধ্বংস করার জন্য যাকে তারা নিজেরাই বহুপাক্ষিক কূটনীতির সর্বশ্রেষ্ঠ অর্জন বলে মনে করত। এই অবৈধ পদক্ষেপ, যার বিরোধিতা নিরাপত্তা পরিষদের কিছু সদস্যও করেছিলেন, এর কোনও আন্তর্জাতিক বৈধতা নেই এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বাগত জানাবে না।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরান শান্তি ও স্থিতিশীলতাকে স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি যে সহযোগিতা, আস্থা এবং অভিন্ন উন্নয়নের ভিত্তিতে এই অঞ্চল ও বিশ্বের ভবিষ্যত নির্মাণ করা উচিত। আবারও, আমি এই ফোরামে ঘোষণা করছি যে ইরান কখনও পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি এবং কখনও করবেও না। আমরা পারমাণবিক অস্ত্র চাইছি না, এবং এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া, এবং ফলস্বরূপ, আমরা কোনওভাবেই গণবিধ্বংসী অস্ত্র চাইনি এবং ভবিষ্যতেও চাইব না।" #

পার্স টুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।