ইরানের পররাষ্ট্রমন্ত্রী: কায়রো চুক্তি আর বৈধ নয়
https://parstoday.ir/bn/news/iran-i152662-ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_কায়রো_চুক্তি_আর_বৈধ_নয়
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে কায়রো চুক্তি আর বৈধ নয় তিনি ইরানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপকে অবৈধ বলে মনে করেন।
(last modified 2025-10-06T12:06:35+00:00 )
অক্টোবর ০৫, ২০২৫ ১৮:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে কায়রো চুক্তি আর বৈধ নয় তিনি ইরানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপকে অবৈধ বলে মনে করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার তেহরানে বসবাসকারী রাষ্ট্রদূত, চার্জ-ডি-অ্যাফেয়ার্স এবং বিদেশী ও আন্তর্জাতিক মিশনের প্রধানদের সাথে এক যৌথ বৈঠকে জোর দিয়ে বলেছেন,  ইসলামি প্রজাতন্ত্র ইরান কাউন্সিলের এই নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ বলে মনে করে।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশ আইআরআইবির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান এবং তেহরানে বসবাসকারী বিদেশী রাষ্ট্রদূতদের মধ্যে একটি যৌথ বৈঠকে বন্ধ দরজার আড়ালে সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশের অবৈধ পদক্ষেপের পর ইরানের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা ছিল বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা।

তেহরানে বসবাসকারী রাষ্ট্রদূত, চার্জ-ডি-অ্যাফেয়ার্স এবং বিদেশী ও আন্তর্জাতিক মিশনের প্রধানদের সাথে এক যৌথ বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো জোর দিয়ে বলেন,  "স্ন্যাপব্যাক" পূর্ববর্তী সমস্ত শর্ত পরিবর্তন করে এবং কায়রো চুক্তি আর বৈধ নয়; ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করেছে এবং এখন পশ্চিমাদের কাছে স্ন্যাপব্যাক ব্যবহারের কোনও বৈধ কারণ নেই।

আরাকচি বলেন, "অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনও সমাধান নেই।" ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন,  "যেমন সামরিক আক্রমণ ইরানের পারমাণবিক সমস্যার সমাধান ছিল না,তেমনি স্ন্যাপব্যাকেরও এই ক্ষেত্রে কোনও অর্জন নেই।" কূটনীতি সর্বদা বিদ্যমান তা উল্লেখ করে তিনি বলেন, "ইউরোপ ইরানের সাথে আলোচনায় তার ভূমিকা হারিয়েছে এবং হ্রাস করেছে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,  যদি তারা (আমেরিকা এবং ইউরোপ) সৎ বিশ্বাসের সাথে এগিয়ে আসে,তাহলে আমরা আলোচনার ফলাফলের আশা করতে পারি, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এবং নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো ফিরে আসার ক্ষেত্রে যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

ইরানের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং দখলদার সরকারের সামরিক আগ্রাসনে সমস্ত দেশ ইসলামি প্রজাতন্ত্রের সাথে একাত্মতা ঘোষণা করেছিল কারণ ইরান একটি বিচক্ষণ অভিনেতা ছিল। এখন একই রকম ঘটনা ঘটেছে এবং ইরান বিশ্বে একটি যুক্তিসঙ্গত অভিনেতা হিসেবে পরিচিত।

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।