লেবননের জাতীয় ঐক্যের প্রতি ইরান সমর্থন দিয়ে যাবে: আরাকচি
-
লেবাননে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ সব সময় লেবাননের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি সমর্থন দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে।
গত মঙ্গলবার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন। এ অঞ্চলে বিশেষ করে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর প্রতি আহ্বান জানিয়ে আব্বাস আরাকচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার এবং সব জনগণের পক্ষ থেকে আমি সত্যের পথ, ন্যায় বিচার এবং প্রতিরোধের সঙ্গে লিপ্ত সব যোদ্ধা এবং যারা এ পথে জীবন উৎস্বর্গ করেছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি।
তিনি জোর দিয়ে বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবাননের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন যে সব ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সর্ম্পক আগামী দিনগুলোতে বাড়তেই থাকবে। হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহ ২০২৪ সালের ২৭ সেপ্টম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থিত দাহিয়ায় ৮০ টন ওজনের ব্লাস্টার বোমার আঘাতে শহীদ হন। #
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন