ইরানের ধর্মীয় সংখ্যালঘুরা: আমরা জাতি বা ধর্ম নির্বিশেষে মাতৃভূমিকে রক্ষা করব
পার্সটুডে – ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরা এক বিবৃতিতে ইরানে সাম্প্রতিক দাঙ্গার নিন্দা জানিয়েছেন।
কয়েকদিন আগে ইরানের কিছু অংশে অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে এর প্রতিবাদে কিছু সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা এই সমাবেশগুলোতে অনুপ্রবেশ করে এবং অস্থিরতা, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করে।
পার্সটুডে অনুসারে, ইরানের সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরা বুধবার ইরানে সাম্প্রতিক মার্কিন-ইহুদিবাদী সন্ত্রাসী দাঙ্গার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি জারি করে জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকার এবং দখলদার ইহুদিবাদী শাসনব্যবস্থার দুষ্ট চক্র এবং আমাদের প্রিয় মাতৃভূমি ইরানের সাথে তাদের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের পরে ইরানের একেশ্বরবাদী ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের দুষ্ট কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।
ইরানের সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের বিবৃতিতে বলা হয়েছে, এটা সকলের কাছে স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শিশু-হত্যাকারী ইসরায়েলি শাসনব্যবস্থার হস্তক্ষেপ ইরান এবং ইরানিদের প্রতি তো সহানুভূতিশীল নয়ই বরং তাদের উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা তৈরি করে যুবসমাজকে উস্কে দেওয়া। ইরানে জাতি,ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সর্বোচ্চ নেতার নেতৃত্বের পতাকাতলে এবং তাঁর বুদ্ধিদীপ্ত পদক্ষেপের অধীনে ঐক্যবদ্ধভাবে তাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করছে এবং এই বর্বর ও নৃশংস সরকারগুলোর অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে।
ইরানের সংসদের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরা জোর দিয়ে বলেছেন, এটা স্পষ্ট যে দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিন সরকারের দূষিত, প্রতারণামূলক এবং অমানবিক কর্মকাণ্ড আমাদের প্রিয় ইরানের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা ইসলামি পরামর্শ পরিষদের একেশ্বরবাদী ধর্মের প্রতিনিধিরা নিহত এবং শহীদদের সকল পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ইসলামি প্রজাতন্ত্র ব্যবস্থা, বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং জাতির ঐক্যের সমর্থনে উৎসাহি পদযাত্রায় তাদের উৎসাহী উপস্থিতির জন্য ইরানের মহৎ ও মহান জাতিকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চিত যে ইরানের মহৎ জাতি এই সমস্ত বছরের মতোই ঐক্য ও সংহতির সাথে এবং উদ্যোগের সাথে তার মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করবে এবং শত্রু সরকারগুলোর অশুভ ও ধ্বংসাত্মক লক্ষ্যগুলো বানচাল করে দেবে। #
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।