‘পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হবে’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে তার চলতি সফরের ফলে এসব দেশের সঙ্গে তেহরানের সহযোগিতায় নয়া অধ্যায়ের সূচনা হবে।
গিনি’র রাজধানী কোনাক্রিতে দেশটির প্রধানমন্ত্রী মামাদি ইয়োলার সঙ্গে এক বৈঠকে জারিফ এ মন্তব্য করেন। একটি উচ্চ পদস্থ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি দল নিয়ে আফ্রিকার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে বুধবার তিনি গিনিতে পৌঁছান।
তেহরান ও কোনাক্রির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘চমৎকার’ আাখ্যায়িত করে জারিফ বলেন,তার চলতি সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে।
দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্কের কারণে ইরান এবং গিনির মধ্যে ভালো ও ব্যাপকভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা রয়েছে বলেও উল্লেখ করেন জারিফ।
বৈঠকে ইয়োলা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করতে তার দেশের ব্যাপক আগ্রহ রয়েছে। এছাড়া, গিনির প্রেসিডেন্ট আলফা কোনদে এবং পররাষ্ট্রমন্ত্রী মাকালে ট্রারোর সঙ্গেও সাক্ষাৎ করেন জারিফ।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৮