তাকফিরি সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকরা শিগগিরি পরাজিত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i17161-তাকফিরি_সন্ত্রাসী_ও_তাদের_পৃষ্ঠপোষকরা_শিগগিরি_পরাজিত_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো শিগগিরি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ০১:৪৯ Asia/Dhaka
  • স্পিকার ড. আলী লারিজানি
    স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো শিগগিরি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করবে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় লারিজানি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলন তাকফিরি সন্ত্রাসীদের ওপর বিজয়ী হবে। ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের ১০ম বার্ষিকীতে ইরানের স্পিকার হিজবুল্লাহ মহাসচিবকে পাঠানো বার্তায় এ আশা প্রকাশ করেন।  

তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক ও মহাবিজয় ছিল মুসলিম উম্মাহর কাছে সোনালী অধ্যায়। এর পাশাপাশি ইসরাইল ও তার আন্তর্জাতিক মিত্রদের জন্য ছিল এটি অবিস্মরণীয় শিক্ষা।  

লারিজানি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা শিগগিরি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের ওপর প্রতিরোধ আন্দোলনকে বিজয়ী হতে দেখব।” অভিনন্দন বার্তার শেষে হিজবুল্লাহ মহাসচিব এবং তার যোদ্ধাদের জন্য সফলতা ও উন্নতি কামনা করেন ইরানের স্পিকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩