রিও অলিম্পিক: ভারোত্তলনে দ্বিতীয় সোনা জিতলেন ইরানের সোহরাব মোরাদি
রিও অলিম্পিকে পুরুষদের ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ৪০৩ কেজি উঠিয়ে ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি স্বর্ণ পদক জিতেছেন। চলতি রিও অলিম্পিকেও এই ইভেন্টে তিনি ইরানের পক্ষে দ্বিতীয় সোনা জিতলেন।
এর আগে শুক্রবার পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে ৩৯৬ কেজি ওজন তুলে ইরানকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন ভারোত্তলক কিয়ানুশ রোস্তামি। এর একদিন পর সোহরাব মোরাদি ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ বিভাগে ১৮২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২১ কেজি উঠিয়ে স্বর্ণ পদক লাভ করেন।
স্ল্যাচে প্রথমে ১৭৮ কেজি তোলার চেষ্টা করেও ব্যর্থ হন সোহরাব মোরাদি। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় তিনি সফল হন। ওই সময় শীর্ষস্থানে থাকা সত্ত্বেও তিনি তৃতীয়বারে ১৮২ কেজি ওজন তোলে প্রতিপক্ষের চেয়ে ব্যবধান বাড়ান।
অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবারেই ২২১ কেজি ওজন তোলেন সোহরাব মোরাদি যা তার সোনা জয়ের জন্য যথেষ্ট ছিল। অবশ্য তিনি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ২৩১ এবং ২৩৩ কেজি ওজন তোলার চেষ্টা করেও ব্যর্থ হন।
এই ইভেন্টে ৩৯৫ কেজি তুলে বেলারুশের ভাদজিত স্ট্রাল্টসু রৌপ্য এবং ৩৯২ কেজি উত্তোলন করে লিথুয়ানিয়ার অরিমাস ডিডবালিস ব্রোঞ্জ পদক লাভ করেন।
৯৪ কেজি ওজন শ্রেণীতে ইরানি ভারোত্তলক আলী হাশেমী ৩৮৩ কেজি ওজন উঠিয়ে সপ্তম স্থান লাভ করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩