ইরানের দু’টি পেট্রো-কেমিক্যাল কমপ্লেক্সে শনাক্ত হল ভাইরাস
https://parstoday.ir/bn/news/iran-i18406-ইরানের_দু’টি_পেট্রো_কেমিক্যাল_কমপ্লেক্সে_শনাক্ত_হল_ভাইরাস
ইরানের দু’টি পেট্রো-কেমিক্যাল কমপ্লেক্সে শনাক্ত করা হয়েছে ক্ষতিকারক সফটওয়্যার এবং সেগুলো অপসারণ করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ১৩:০৬ Asia/Dhaka
  • ইরানের দু’টি পেট্রো-কেমিক্যাল কমপ্লেক্সে শনাক্ত হল ভাইরাস

ইরানের দু’টি পেট্রো-কেমিক্যাল কমপ্লেক্সে শনাক্ত করা হয়েছে ক্ষতিকারক সফটওয়্যার এবং সেগুলো অপসারণ করা হয়েছে।

ইসলামী এই দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা গতকাল (শনিবার) এ ঘোষণা দিয়েছেন।

ইরানের  কয়েকটি পেট্রোকেমিক্যাল ইউনিটে আগুন লাগার সাম্প্রতিক ঘটনার সঙ্গে সাইবার হামলার সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে দেশটির ঘোষণার পর ক্ষতিকারক সফটওয়্যার সনাক্ত করার এই খবর এলো।

ওই সেনা কর্মকর্তা বলেছেন, ওই দুই কমপ্লেক্সের ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ছিল নিষ্ক্রিয় এবং আগুন লাগার সাম্প্রতিক ঘটনায় এগুলোর কোনও ভূমিকা ছিল না।

ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান গোলাম রেজা জালালি বলেছেন, তার দেশের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে পেট্রোকেমিক্যাল ইউনিটগুলোতে নিয়মিত নজরদারি করা হয় এবং এ ধরনের নজরদারির ঘটনায় ধরা পড়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যালওয়্যার বা ভাইরাস। এরিমধ্যে প্রতিরক্ষার জন্য দরকারি সব পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল যথাক্রমে ২০০৯ ও ২০১০ সালে ইরানের পরমাণু স্থাপনায় ‘স্টুক্সনেট’ নামক কম্পিউটার ভাইরাসের হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/মু.আ. হুসাইন/২৮