প্যারা অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন ইরানি ভারোত্তলক
(last modified Thu, 15 Sep 2016 05:09:00 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১১:০৯ Asia/Dhaka
  • ইরানি ভারোত্তলক সিয়ামান্দ রহমান
    ইরানি ভারোত্তলক সিয়ামান্দ রহমান

ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন ইরানি ভারোত্তলক সিয়ামান্দ রহমান। ভারোত্তলনের ১০৭ কেজি বেশি ওজনশ্রেণিতে ২৭০ কেজি তুলে প্যারা-অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন তিনি। এরপর দ্বিতীয় ধাপে ৩০০ কেজি এবং তৃতীয় ধাপে ৩০৫ কেজি উত্তোলন করে নিজের রেকর্ড ভাঙেন ২৮ বছর বয়সী ইরানি এ ভারোত্তলক। এর মাধ্যমে তিনি প্যারা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে স্বীকৃতি পান।

প্যারা অলিম্পিকে দ্বিতীয়বারের মতো অংশ নেয়া সিয়ামান্দ রহমান বুধবার ৩০৫ কেজি তুলেই সন্তুষ্ট থাকেননি। নিজের রেকর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি ৩১০ কেজি তোলার আগ্রহ প্রকাশ করেন এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে তিনি তা তুলতেও সক্ষম হন।

একই ইভেন্টে ২৩৫ কেজি ওজন তুলে রৌপ্য পদক জেতেন মিশরের ভারোত্তলক আমর মোসাদ। আর ব্রোঞ্জ জয়ী জর্দানের ভারোত্তলক জামিল এলশেবলি উত্তোলক করতে সক্ষম হন ২৩৪ কেজি। দ্বিতীয় স্থান অধিকারী আমর মোসাদের চেয়ে ইরানে সিয়ামান্দ রহমান তুলেছেন ৭৫ কেজি বেশি যা সত্যিই বিস্ময়কর!

‘ইরানি পাওয়ারহাউজ’ নামে পরিচিত এ ভারোত্তলক এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিসি ভারোত্তলন বিশ্বকাপে ২৯৬ কেজি তুলেছিলেন। এবার তিনি তার নিজের সব ধরনের রেকর্ড ভেঙে ফেললেন!

১৬৭ ওজনের অধিকারী সিয়ামান্দ রহমান এর আগে ২০১২ সালের লন্ডন প্যারা অলিম্পিকে ১০০ কেজি ওজনশ্রেণিতে ২৭০ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েন। একইদিন তিনি ২৮০ কেজি ওজন তুলে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেন।

প্রসঙ্গত, শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে চলমান রিও অলিম্পিকে ইরান এ পর্যন্ত ৬টি সোনা, ৬টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতে পদকপ্রাপ্ত দেশগুলোর মধ্যে ১৪তম স্থানে অবস্থান করছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

 

ট্যাগ