প্যারা-অলিম্পিকে ২ স্বর্ণপদক জিতলেন ইরানের নারী শ্যুটার
(last modified Thu, 15 Sep 2016 13:49:31 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৯:৪৯ Asia/Dhaka
  • সারাহ জাওয়ানমার্দি
    সারাহ জাওয়ানমার্দি

ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান ২০১৬ গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদকও জিতে নিলেন ইরানের নারী শ্যুটার সারাহ জাওয়ানমার্দি।

গতকাল (বুধবার) ৩১ বছর বয়সী এই নারী ক্রীড়াবিদ ব্রাজিলের ডিওডোরোর অলিম্পিক শ্যুটিং সেন্টারে পি৪ মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ১৮৯.৫ পয়েন্ট স্কোর করে শীর্ষস্থান দখল করেন এবং চ্যাম্পিয়ন হন।

এ প্রতিযোগিতায় ৩৭ বছর বয়সী চীনা নারী শ্যুটার ইয়াং চাও ১৮৬.৫ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক জয় করেন। ইউক্রেনের ওলেক্সি দেনিসিয়ুক ১৬০.৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর সারাহ জাওয়ানমার্দি রিওর অলিম্পিক শ্যুটিং সেন্টারে পি২ এয়ার পিস্তল শ্যুটিং প্রতিযোগিতায় ১৯৩.৪ পয়েন্ট স্কোর করে ইরানের পক্ষ থেকে প্রথম স্বর্ণপদক জেতেন।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রিও প্যারা-অলিম্পিকের শ্যুটিং প্রতিযোগিতা চলবে আগামীকাল পর্যন্ত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫

 

ট্যাগ