বাস্তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করুন; কাগজে নয়: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i21271-বাস্তবে_সন্ত্রাসবিরোধী_যুদ্ধ_করুন_কাগজে_নয়_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি সিরিয়ার চলমান সংকটের জন্য আঞ্চলিক ও বিশ্বের কিছু শক্তিধর দেশকে দায়ী করে বলেছেন, শুধু কাগজে নয় বরং অবশ্যই বাস্তবে সন্ত্রাসবিরোধী লড়াই করতে হবে। তিনি বলেন, শুধু বিবৃতির মাধ্যমে সন্ত্রাসবিরোধী লড়াই হবে না; এজন্য দরকার বাস্তবে ভূমিকা রাখা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৩:০৩ Asia/Dhaka
  • সিরিয়ার সংসদ স্পিকার হাদিয়া খালাফ আব্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে ড. লারিজানি (ডানে)
    সিরিয়ার সংসদ স্পিকার হাদিয়া খালাফ আব্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে ড. লারিজানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি সিরিয়ার চলমান সংকটের জন্য আঞ্চলিক ও বিশ্বের কিছু শক্তিধর দেশকে দায়ী করে বলেছেন, শুধু কাগজে নয় বরং অবশ্যই বাস্তবে সন্ত্রাসবিরোধী লড়াই করতে হবে। তিনি বলেন, শুধু বিবৃতির মাধ্যমে সন্ত্রাসবিরোধী লড়াই হবে না; এজন্য দরকার বাস্তবে ভূমিকা রাখা।

রাজধানী তেহরানে সোমবার সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হাদিয়া খালাফ আব্বাসের সঙ্গে বৈঠকে ড. লারিজানি এসব কথা বলেন। সিরিয়ায় সন্ত্রাসীদের ধ্বংসাত্মক তৎপরতার প্রতি সৌদি আরবের সমর্থনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, “দুঃখজনকভাবে সৌদি আরব এ অঞ্চলে বহু সমস্যা তৈরি করেছে এবং সঠিক আচরণ করছে না।”  

স্পিকার লারিজানি জোর দিয়ে বলেন, ইরান সবসময় সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চেয়ে আসছে এবং সিরিয়ার জনগণের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছে। মুসলিম দেশগুলোর মধ্যকার সংকটের কথা উল্লেখ করে বলেন, একমাত্র বড় শক্তি ও ঔপনিবেশিক শক্তিগুলো এ থেকে লাভবান হবে। সিরিয়াকে তিনি সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী লড়াইয়ের সম্মুখভাগ বলে মন্তব্য করেন।

বৈঠকে সিরিয়ার স্পিকার বলেন, ইহুদিবাদী ইসরাইলে কুনেইত্রা শহরে জাবহাত ফাতেহ আশ-শামকে সমর্থন দিচ্ছে। এছাড়া, সিরিয়ার সেনাদের ওপর মার্কিন বাহিনীর হামলা প্রমাণ করে সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে আমেরিকা। পাশাপাশি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরানের সমর্থনের জন্য তেহরানকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। পরে তিনি ইরানি স্পিকারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭