অর্থনীতির জন্য পরমাণু সমঝোতা গুরুত্বপূর্ণ উপাদান: ইরানি স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i21892-অর্থনীতির_জন্য_পরমাণু_সমঝোতা_গুরুত্বপূর্ণ_উপাদান_ইরানি_স্পিকার
২০১৫ সালের জুলাইয়ে সই হওয়া পরমাণু সমঝোতাকে ইরানের পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ২৩:৩০ Asia/Dhaka
  • স্পিকার ড. আলী লারিজানি
    স্পিকার ড. আলী লারিজানি

২০১৫ সালের জুলাইয়ে সই হওয়া পরমাণু সমঝোতাকে ইরানের পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।

ইরানের পবিত্র কোম শহরে আজ (সোমবার) এক সভায় লারিজানি বলেন, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ’র আগে ইরান দিনে গড়ে দশ লাখ ব্যারেল তেল বিক্রি করত। কিন্তু বর্তমানে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ লাখ ব্যারেলে।

বাড়তি এই উৎপাদন আর্থিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেন তিনি। লারিজানি বলেন, চলতি ইরানি বছর শেষে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা পাঁচ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

তেল রাজস্বের ওপর নির্ভরশীল না হয়ে বিদেশী বিনোয়োগ আকৃষ্ট করার পরিকল্পনার ওপর জোর দেয়ার কথা বলেন ইরানের স্পিকার। এছাড়া, দেশের শিল্প, পরিবহন, পর্যটন ও পরিবেশ উন্নত করার জন্য বিদেশের ক্রেডিট লাইন খুলে দেয়া একটি সুযোগ হিসেবে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩