আমেরিকার পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের বিষয়টি কমিশনকে জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i30637-আমেরিকার_পক্ষ_থেকে_সমঝোতা_লঙ্ঘনের_বিষয়টি_কমিশনকে_জানাল_ইরান
আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের বিষয়টি একটি যৌথ কমিশনকে জানিয়েছে তেহরান। ওই কমিশন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বাস্তবায়ন তদারকির দায়িত্বে রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১১, ২০১৭ ১০:২৪ Asia/Dhaka
  • ভিয়েনায় মঙ্গলবার অনুষ্ঠিত যৌথ কমিশনের বৈঠক।
    ভিয়েনায় মঙ্গলবার অনুষ্ঠিত যৌথ কমিশনের বৈঠক।

আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের বিষয়টি একটি যৌথ কমিশনকে জানিয়েছে তেহরান। ওই কমিশন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বাস্তবায়ন তদারকির দায়িত্বে রয়েছে।

মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের আহ্বানে যৌথ কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন সরকার ইরানের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করে যে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে সে বিষয়টি কমিশনকে জানিয়েছে তেহরান।  কমিশন ইরানের এ সংক্রান্ত উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানান তিনি।

মার্কিন সিনেট  গত ১ ডিসেম্বর ইরানের ওপর ২০ বছর আগে আরোপিত এক নিষেধাজ্ঞা আরো ১০ বছরের জন্য নবায়ন করে। ইরান সামরিক কাজে নিজের পরমাণু কর্মসূচি পরিচালিত করছে বলে অভিযোগ তুলে ১৯৯৬ সালে ১০ বছরের জন্য ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।  ২০০৬ সালে একবার এটি একবার ১০ বছরের জন্য নবায়ন করা হয়। কিন্তু ২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ কিংবা পুরনো নিষেধাজ্ঞা নবায়ন করা হবে না বলে ওয়াশিংটন লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল।

ওই সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি ইরান বাস্তবায়ন করলেও মার্কিন সরকার নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।  ওবামা প্রশাসন ইরানের ওপর ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের ব্যাপারে দাবি করেছে, সিনেট এটি নবায়ন করলেও প্রেসিডেন্ট ওবামা বিলটিতে সই করেননি; যদিও আমেরিকার আইন অনুযায়ী প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই আইনটি বাস্তবায়িত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১