হামলা হলে ইরান ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i32377-হামলা_হলে_ইরান_ক্ষেপণাস্ত্র_ব্যবহার_করবে_আইআরজিসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো দেশ হামলার মতো দুঃসাহস দেখালে তেহরান তার জবাবে দেবে ক্ষেপণাস্ত্র দিয়ে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ০২:২৫ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো দেশ হামলার মতো দুঃসাহস দেখালে তেহরান তার জবাবে দেবে ক্ষেপণাস্ত্র দিয়ে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, “শত্রুরা যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো গর্জন করতে করতে তাদের ওপর পড়বে।” ‘ডিফেন্ডার্স অব দ্যা বেলায়াত স্কাইস’ নামে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার অবকাশে তিনি এসব কথা বলেন। শনিবার থেকে ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশে পাঁচদিনের জন্য এ মহড়া শুরু হয়েছে।

ইরানের প্রতিরক্ষা ক্ষমতা জোরদারের বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির কথা তুলে ধরে এ কমান্ডার বলেন, পরমাণু সক্ষমতা এবং এ সম্পর্কিত জ্ঞান, ক্ষেপণাস্ত্র শক্তি এবং এ ধরনের আরো কিছু ইস্যুকে ইরানের ইসলামি সরকারব্যবস্থা ও এর জনগণের সঙ্গে শুধুমাত্র শত্রুতার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।  

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা যখন তেহরানের বিরুদ্ধে শক্ত ভাষায় বিবৃতি দিয়েছে তখন জেনারেল হাজিজাদেহ এসব কথা বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তার টেবিলে সব ধরনের অপশন খোলা রয়েছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪