পরমাণু সমঝোতা বাতিল করলে আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে: আরাকচি
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় এত বেশি শক্তিশালী বিষয় রয়েছে যে, এটি বাতিল করলে আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি সোমবার তেহরানে ইরানের অর্থনীতির ভবিষ্যত সম্পর্কিত এক সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই সমঝোতা বাতিল করতে পারেন না; কারণ এটি একটি আন্তর্জাতিক চুক্তি।
ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু সমঝোতার পক্ষে রয়েছে উল্লেখ করে উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার এ সমঝোতা বাস্তবায়ন করবে বলে তিনি আশা করছেন। কিন্তু এর ব্যত্যয় ঘটলে ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে বাদ দিয়েই এ সমঝোতা বাস্তবায়ন করবে।
ইরানের অভ্যন্তরে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে সংশয় সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানান আব্বাস আরাকচি। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে এবং ইরানের অর্থনীতি তার নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যাবে।
আরাকচি বলেন, তার দেশের পরমাণু কর্মসূচিতে আরো বেশি সীমাবদ্ধতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমেরিকা। পরমাণু কর্মসূচিসহ সকল ক্ষেত্রে ইরানের অভাবনীয় অগ্রগতি দেখে দেশটিতে সামরিক হামলা বা আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে মার্কিন সরকার সরে গেছে বলে তিনি উল্লেখ করেন।
২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয় যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। সাইয়্যেদ আব্বাস আরাকচি এই সমঝোতা স্বাক্ষরের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮