নিষেধাজ্ঞা আরোপ করা হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে: ইরান
(last modified Sun, 26 Mar 2017 11:02:53 GMT )
মার্চ ২৬, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • ইসহাক জাহাঙ্গিরি
    ইসহাক জাহাঙ্গিরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা দেয়া হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা আগের চেয়ে কমবে। এসব কথা বলেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।

আজ (রোববার) ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমেরিকা নয়া নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চূড়ান্ত পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইরানও পাল্টা জবাব দেবে।

তিনি আরও বলেন, ইরান প্রতিরোধের নীতি অনুসরণের মাধ্যমে ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। ঐক্য ও সংহতি বজায় রেখে ইরান এর আগেও নানা ধরনের কঠিন নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে। 

সম্প্রতি আমেরিকার প্রধান দুই দল মিলে সেদেশের সংসদে ইরানবিরোধী একটি যৌথ বিল উত্থাপন করেছে। এ বিলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদারের কথা বলা হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬    

ট্যাগ