গণভিত্তিক সরকার এবং দৃঢ়চিত্তের জাতির সামনে শত্রুরা অসহায়: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i36482-গণভিত্তিক_সরকার_এবং_দৃঢ়চিত্তের_জাতির_সামনে_শত্রুরা_অসহায়_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা যে ইরানি জাতির শত্রু তাতে কোনো সন্দেহ নেই। বলদর্পী দেশগুলো বিশেষকরে আমেরিকা সব সময় ইরানের বিরুদ্ধে শত্রুতা করে এসেছে। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও শত্রুুরা ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ১৭:৫৯ Asia/Dhaka
  • গণভিত্তিক সরকার এবং দৃঢ়চিত্তের জাতির সামনে শত্রুরা অসহায়: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা যে ইরানি জাতির শত্রু তাতে কোনো সন্দেহ নেই। বলদর্পী দেশগুলো বিশেষকরে আমেরিকা সব সময় ইরানের বিরুদ্ধে শত্রুতা করে এসেছে। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও শত্রুুরা ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।

আজ (বুধবার) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বলদর্পী দেশগুলোর মোকাবেলায় প্রতিরোধ ও সাহসিকতা হচ্ছে ইরানি জাতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আগ্রাসী শক্তিগুলো বিভিন্ন দেশ ও জাতিকে নতিস্বীকারে বাধ্য করার জন্য ভয়-হুমকির পথ বেছে নেয়। তারা নিজেদেরকে বড় করে তুলে ধরে। এর মাধ্যমে তারা তাদের অশুভ স্বার্থ হাসিলের চেষ্টা করে। কিন্তু যে দেশের সরকার গণভিত্তিক এবং যে দেশের মানুষ দৃঢ়চিত্তের সেদেশের মোকাবেলায় শত্রুরা অসহায়। তারা এমন দেশ ও জাতির বিরুদ্ধে কিছুই করতে পারে না।

তিনি বলেন, শত্রুরা ইরানের আসন্ন নির্বাচন ইস্যুতে নাশকতা উসকে দিচ্ছে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরানের জনগণ সচেতনতার সঙ্গে ব্যাপকভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।   

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেছেন, শত্রুরা পবিত্র ইসলাম ধর্ম ও আধ্যাত্মিকতাকে জনগণের শাসনের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু ইরান ইসলামি গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে তাদের অপপ্রচারকে ভ্রান্ত হিসেবে প্রমাণ করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯