ইরানি সংসদে ‘আমেরিকা ধ্বংস হোক’ শ্লোগান, সন্ত্রাসী হামলার নিন্দায় স্পিকার (ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i39586-ইরানি_সংসদে_আমেরিকা_ধ্বংস_হোক’_শ্লোগান_সন্ত্রাসী_হামলার_নিন্দায়_স্পিকার_(ভিডিও)
ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি তেহরানে সংঘটিত (বুধবার) আজকের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০১৭ ১৭:১৭ Asia/Dhaka

ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি তেহরানে সংঘটিত (বুধবার) আজকের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছেন। 

আজ সংসদের উন্মুক্ত অধিবেশন শেষে তিনি বলেছেন, সন্ত্রাসীরা নতুন এক সমস্যা তৈরি করতে চায়, বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের এক সক্রিয় অক্ষ বলেই তারা নতুন সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আজকের দুই সন্ত্রাসী হামলাকে ছোটখাটো ঘটনা বলে মন্তব্য করেন।

লারিজানি জোর দিয়ে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী অবশ্যই এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে ও এর ফলে সমস্যাটির সমাধান হবে। 

ইরানি সংসদের সদস্যরাও আজকের অধিবেশন শেষে সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং তারা ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে শ্লোগান দেন। 

ইরানের পার্লামেন্ট

আজ ভোরে সংসদের অধিবেশন চলাকালে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দর্শনার্থীর বেশ ধরে ইরানের জাতীয় সংসদ ‘মজলিস’-এর চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি বর্ষণ করে। এতে কয়েকজন হতাহত হন। হামলা সত্ত্বেও সংসদের অধিবেশন অব্যাহত থাকে।

এ ছাড়াও চার সন্ত্রাসী তেহরানের দক্ষিণে ইমাম খোমেনী (র)’র মাজারে ঢুকে গুলি চালাতে শুরু করে এবং এতে একজন শহীদ ও চার জন আহত হন।  

পার্লামেন্ট ভবনে অস্ত্র হাতে সন্ত্রাসী

তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (দায়েশ) এইসব সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।  

এদিকে তেহরান প্রদেশের গভর্নর হুসাইন হাশেমি আজকের সন্ত্রাসী হামলার বিষয়ে সাংবাদিকদের বলেছেন, তেহরানের এই দুই অংশের পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। # 

পার্সটুডে/মু.আ.হুসাইন/৭