ইরানের প্রতিরক্ষা এখন আর ভৌগোলিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়: জেনারেল
https://parstoday.ir/bn/news/iran-i40516-ইরানের_প্রতিরক্ষা_এখন_আর_ভৌগোলিক_গণ্ডিতে_সীমাবদ্ধ_নয়_জেনারেল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেছেন, তার দেশের প্রতিরক্ষা এখন থেকে আর ভৌগোলিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। সিরিয়ায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এ মন্তব্য করলেন তিনি।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ২০, ২০১৭ ০৪:৪৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান
    মেজর জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেছেন, তার দেশের প্রতিরক্ষা এখন থেকে আর ভৌগোলিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। সিরিয়ায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এ মন্তব্য করলেন তিনি।

মেজর জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান বলেন, যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চায় সিরিয়ায় দায়েশের অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল তাদের জন্য উপযুক্ত জবাব।  তিনি বলেন, ইরানের নিরাপত্তার জন্য বিশ্বের যেখানেই হুমকি সৃষ্টি হবে এদেশের সেনাবাহিনী সেখানেই এর উৎসকে ধ্বংস করে দেবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রোববার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে দায়েশের এক ঘাঁটিতে ছয়টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অন্তত ৫০ দায়েশ জঙ্গি নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-আলম নিউজ চ্যানেল খবর দিয়েছে।

ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে দায়েশের সন্ত্রাসী হামলায় ১৮ জনের শাহাদাতের প্রতিশোধ নিতে ওই হামলা চালায় আইআরজিসি।  

ইরানের সেনাবাহিনীর উপপ্রধান এ সম্পর্কে আরো বলেন, বিশ্ববাসীর জেনে রাখা উচিত ইরানের সশস্ত্র বাহিনী দেশের আশা-আকাঙ্ক্ষা ও মূল্যবোধ রক্ষায় যেকোনো হুমকিকে সমূলে বিনাশ করার জন্য প্রস্তুত রয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০