কাবা শরিফে ব্যর্থ সন্ত্রাসী হামলার নিন্দায় ইরান: সন্ত্রাস বিরোধী তৎপরতায় সহায়তার প্রস্তাব
https://parstoday.ir/bn/news/iran-i40810-কাবা_শরিফে_ব্যর্থ_সন্ত্রাসী_হামলার_নিন্দায়_ইরান_সন্ত্রাস_বিরোধী_তৎপরতায়_সহায়তার_প্রস্তাব
পবিত্র কাবাকে লক্ষ্য করে চালানো ব্যর্থ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা করেছে ইরান। ইরান বলেছে, সন্ত্রাসবাদের কোনো সীমান্ত নেই তা এই ব্যর্থ হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০১৭ ১৫:১৫ Asia/Dhaka
  • কাবা শরিফে ব্যর্থ সন্ত্রাসী হামলার নিন্দায় ইরান: সন্ত্রাস বিরোধী তৎপরতায় সহায়তার প্রস্তাব

পবিত্র কাবাকে লক্ষ্য করে চালানো ব্যর্থ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা করেছে ইরান। ইরান বলেছে, সন্ত্রাসবাদের কোনো সীমান্ত নেই তা এই ব্যর্থ হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ(শনিবার) আরো বলেন, কাবা শরিফের ব্যর্থ হামলা আবারো প্রমাণ করছে অনিয়ন্ত্রিত এবং ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বকে গ্রাস করেছে। মধ্যপ্রাচ্য বিশেষ করে মুসলমান দেশগুলোকে সন্ত্রাসবাদ গ্রাস করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ কোনো ধর্ম, ভৌগলিক সীমানা, জাতিগত সংখ্যালঘু বা জাতীয়তা মানে না।

সন্ত্রাসবাদ নিজ ন্যাক্কারজনক লক্ষ্য অর্জনে মুসলমানের সবচেয়ে পবিত্র স্থানেও হামলা চালাতে দ্বিধা করছে না বলে জানান তিনি।

আঞ্চলিক সরকার ও দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করে ইরান। এ ছাড়া, এ সব অপরাধী, মৃত্যু ব্যবসায়ী এবং অজ্ঞ ঘৃণা বিস্তারকারীদের বিরুদ্ধে অন্যান্য দেশকে সহায়তা করতে ইরান সব সময়ই প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা ব্যর্থ করে  দেয়ার কথা জানিয়েছে। এ সন্ত্রাসী হামলার পরিকল্পনা লক্ষ্য পবিত্র কাবার নিরাপত্তা ব্যবস্থা, ওমরা পালনকারী এবং কাবা শরিফে নামাজ আদায়কারীর ছিল বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সৌদি টেলিভিশনে দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে বোমা হামলাকারী।  পবিত্র মক্কা নগরীর কাবা শরিফের কাছে একটি ভবনে সৌদি নিরাপত্তা বাহিনী তাকে ঘেরাও করার পর বোমার বিস্ফোরণ ঘটায় সে।

এতে ভবন ভেঙ্গে ছয় বিদেশী এবং নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হন।

এ ছাড়া, বোমা হামলাকারীর বিরুদ্ধে অভিযানের আগে পবিত্র নগরী মক্কা এবং বন্দর নগরী জেদ্দায় পৃথক অভিযান চালিয়ে সৌদি পুলিশ এক নারীসহ পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীকেও আটক করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৪