মার্কিন সিনেটে পাস হওয়া বিলের কঠোর জবাব দেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41382-মার্কিন_সিনেটে_পাস_হওয়া_বিলের_কঠোর_জবাব_দেয়া_হবে_ইরান
মার্কিন সিনেটে পাস হওয়া ইরান বিরোধী বিলের ‘কঠোর জবাব’ দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তেহরান বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি মার্কিন সরকারের আচরণও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৩, ২০১৭ ০৭:০০ Asia/Dhaka
  • সম্মেলনে বক্তব্য রাখছেন ড. আলী লারিজানি
    সম্মেলনে বক্তব্য রাখছেন ড. আলী লারিজানি

মার্কিন সিনেটে পাস হওয়া ইরান বিরোধী বিলের ‘কঠোর জবাব’ দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তেহরান বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি মার্কিন সরকারের আচরণও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি রোববার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান দুর্বল করার ষড়যন্ত্র করছে। মার্কিন সিনেটে উত্থাপিত সাম্প্রতিক ইরান-বিরোধী বিল ওই ষড়যন্ত্রের অংশ বলে তিনি মন্তব্য করেন।

লারিজানি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে  মার্কিন কর্মকর্তারা তাদের ইরান বিরোধী বক্তব্য অনেক বেশি খোলামেলাভাবে বলতে শুরু করেছেন। তেহরান-বিদ্বেষের ক্ষেত্রে ওয়াশিংটন আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন সিনেট গত ১৫ জুন একটি প্রস্তাব পাস করে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে পাস হওয়া ওই বিলে ইরানের মানবাধিকার পরিস্থিতিরও সমালোচনা করা হয়। অথচ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। 

এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ওয়াশিংটনের বিদ্বেষী নীতির জবাব দেয়ার জন্য শিগগিরই ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩