জারিফ: ট্রাম্প জানেন পরমাণু সমঝোতা বাতিল মেনে নেবে না বিশ্ব
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এই সত্য উপলব্ধি করেছে যে, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিলের বিষয়টি বিশ্ব মেনে নেবে না।
জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার মার্কিন সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, “ট্রাম্প প্রশাসন কি করতে চায় তা পরিষ্কার নয়। আমার মনে হয় তারা এখন এটা উপলব্ধি করেছেন যে, এই সমঝোতা বাতিল করার বিষয়টিকে বিশ্বব্যাপী স্বাগত জানানো হবে না।”
২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এটিকে অনুমোদন করে এ সমঝোতাকে আন্তর্জাতিক চুক্তির মর্যাদা দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু সমঝোতা পুনর্মূল্যায়নের সম্ভাবনাও নাকচ করে দেন। তিনি বলেন, “এই সমঝোতা নিয়ে আবার আলোচনা করতে যাওয়ার কথা চিন্তা করাও হবে বিপজ্জনক। কারণ, সেরকম কিছু হলে ইরান আগের চেয়ে অনেক বেশি চাহিদা নিয়ে আলোচনার টেবিলে বসবে।” জারিফ বলেন, আগের সমঝোতায় পৌঁছানোই ছিল ভীষণ কঠিন; আরেকবার আলোচনায় বসলে আর কোন সমঝোতায় পৌঁছানোই সম্ভব হবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০