বিশ্বকাপ ভলিবলে খেলার যোগ্যতা অর্জন করল ইরানের জাতীয় দল
https://parstoday.ir/bn/news/iran-i44178-বিশ্বকাপ_ভলিবলে_খেলার_যোগ্যতা_অর্জন_করল_ইরানের_জাতীয়_দল
ইরানের জাতীয় ভলিবল দল ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ভলিবলের বাছাই পর্বের চতুর্থ খেলায় কাতারকে পরাজিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ০৮:৩৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় ভলিবল দলের খেলোয়াড়দের একাংশ
    ইরানের জাতীয় ভলিবল দলের খেলোয়াড়দের একাংশ

ইরানের জাতীয় ভলিবল দল ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ভলিবলের বাছাই পর্বের চতুর্থ খেলায় কাতারকে পরাজিত করেছে।

এর আগে পরপর তিন খেলায় জয়লাভ করে এরইমধ্যে বিশ্বকাপ-২০১৮তে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান।  সোমবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল শহরে অনুষ্ঠিত নিজেদের বাছাই পর্বের চতুর্থ খেলায় কাতারকে ৩-০ সেটে পরাজিত করেছে স্বাগতিক দল।

এর আগের তিন খেলায় দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চীনকে পরাজিত করে ইরান। চীন, ইরান, কাতার, দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তান- এই পাঁচ দলের মধ্যে চীন ও ইরান বিশ্বকাপ ভলিবলে খেলার যোগ্যতা অর্জন করেছে।

২০১৮ সালের বিশ্বকাপ ভলিবল যৌথভাবে আয়োজন করবে ইতালি ও বুলগেরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫