‘ইরানের সঙ্গে লেনদেনে বড় ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i45555-ইরানের_সঙ্গে_লেনদেনে_বড়_ব্যাংকগুলোকে_নিরুৎসাহিত_করছে_আমেরিকা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা ব্যবসায়িক পরিবেশ বিষয়ে তুলছে এবং তেহরানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বড় ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১২:৩৬ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা ব্যবসায়িক পরিবেশ বিষয়ে তুলছে এবং তেহরানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বড় ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করছে।

তিনি বলেছেন, “আমেরিকা ভীতি ছড়াচ্ছে তবে বাস্তবিক অর্থে তারা এ ক্ষেত্রে খুব বেশি সফল হতে পারে নি। মার্কিন সরকার ব্যাপক বাগাড়ম্বর চালাচ্ছে এবং তা যদি বাস্তব রূপ লাভ করে তাহলে বড় রকমের সংকট ডেকে আনবে।” জার্মানির বিখ্যাত ‘দার স্পেইগেল’ পত্রিকাকে একান্ত সাক্ষাৎকারে আলী আকবর সালেহি এসব কথা বলেছেন।

পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে ইরানের এ কর্মকর্তা বলেন, “আমরা অব্যাহতভাবে প্রতিশ্রুতি রক্ষার লাভক্ষতি নিয়ে পর্যালোচনা করছি এবং খতিয়ে দেখছি এ ক্ষেত্রে আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে কিনা। যদি দেখি আমেরিকা এ সমঝোতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এবং ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানি তাতে রয়েছে তাহলে ইরান খুব সম্ভবত এ সমঝোতার প্রতি অনুগত থাকবে। কিন্তু আমেরিকা সরে দাঁড়ানোর পর যদি ইউরোপ সেই পথ অনুসরণ করে তাহলে নিশ্চিতভাব এ সমঝোতা ভেঙে পড়বে। সেক্ষেত্রে ইরান আগের পরমাণু কর্মসূচিতে ফিরে যাবে যা হবে প্রযুক্তিগত দিক দিয়ে আরো অনেক বেশি উন্নত। তবে পরমাণু আলোচনায় অংশ নেয়া ব্যক্তি হিসেবে আমি চাই না তা ঘটুক।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০