ইরাকের অখণ্ডতায় বিশ্বাস করে ইরান; রোহিঙ্গা হত্যা বন্ধ করতে হবে: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i46403-ইরাকের_অখণ্ডতায়_বিশ্বাস_করে_ইরান_রোহিঙ্গা_হত্যা_বন্ধ_করতে_হবে_আরাকচি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি তেহরানের পরিপূর্ণ সমর্থন রয়েছে। তিনি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিষয়ে আসন্ন গণভোটের জোরালো বিরোধিতা করেছেন। আগামী সোমবার এ গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৯:৩৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি তেহরানের পরিপূর্ণ সমর্থন রয়েছে। তিনি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিষয়ে আসন্ন গণভোটের জোরালো বিরোধিতা করেছেন। আগামী সোমবার এ গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

নিউ ইয়র্কে ইসলামি সম্মলেন সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় বৈঠকে আরাকচি এসব কথা বলেছেন। এসময় তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা বন্ধা করারও দাবি জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের অবকাশে ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়।

প্রতিবছরই ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। গতকালের (শুক্রবার) বৈঠকে আরকচি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর উগ্রবাদী বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনীর হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান চায় অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ হোক। তিনি রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবারের হজবাণীতে মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টির বিষয়ে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দায়িত্বের কথা স্মরণ করে দিয়েছেন। সর্বোচ্চ নেতার এ বক্তব্য তুলে ধরে আরাকচি বলেন, "ইরান মনে করে ওআইসি হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও চর্চার উত্তম জায়গা।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩